২২শে নভেম্বর, ২০২৪ ইং | ৭ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ | দুপুর ১:১০

মুক্তিযোদ্ধা ফারুক হত্যা: সাংসদ রানার আবেদন খারিজ

নিজস্ব প্রতিবেদক:

মুক্তিযোদ্ধা ফারুক আহমেদ হত্যা মামলায় কারাবন্দি টাঙ্গাইল-৩ আসনের সরকারদলীয় সংসদ সদস্য আমানুর রহমান খান রানার চার্জগঠন বাতিল চেয়ে রিভিশন আবেদন ‘উত্থাপিত হয়নি’ মর্মে খারিজ করে দিয়েছেন হাইকোর্ট।

মঙ্গলবার বিচারপতি শওকত হোসেন ও বিচারপতি নজরুল ইসলাম তালুকদারের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এই আদেশ দেন। আদালতে এমপি রানার পক্ষে শুনানি করেন আইনজীবী হেদায়েত কবির খান। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল জাহিদ সরোয়ার কাজল। এর আগে গত ২৯ অক্টোবর অভিযোগ গঠন বাতিল চেয়ে চেয়ে হাইকোর্টে আবেদন করেন এমপি রানা। গত ৬ সেপ্টেম্বর টাঙ্গাইলের আদালতে মুক্তিযোদ্ধা ফারুক হত্যা মামলায় এমপি রানার বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়।

আওয়ামী লীগের টাঙ্গাইল জেলা কমিটির সদস্য ফারুক আহমেদকে ২০১৩ সালের ১৮ জানুয়ারি গুলি চালিয়ে হত্যা করা হয়। এ ঘটনায় নিহতের স্ত্রী নাহার আহমেদ বাদী হয়ে টাঙ্গাইল সদর থানায় একটি মামলা করেন। মামলায় টাঙ্গাইল- ৩ (ঘাটাইল) আসনের সংসদ সদস্য রানাকে প্রধান আসামি করে এবং তার তিন ভাইসহ মোট ১৪ জনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দেয় পুলিশ।

দীর্ঘদিন পালিয়ে থেকে সাংসদ রানা গত ১৮ সেপ্টেম্বর টাঙ্গাইলের আদালতে আত্মসমর্পণ করলে তাকে কারাগারে পাঠান বিচারক। জেলা ও দায়রা জজ তার জামিন আবেদন নাকচ করে দিলে এই সাংসদ হাইকোর্টে আবেদন করেন। রানা বর্তমানে কাশিমপুর কারাগারে রয়েছেন। টাঙ্গাইল জেলা আওয়ামী লীগ ইতোমধ্যে রানা ও তার তিন ভাইকে সংগঠন থেকে বহিষ্কার করেছে।

দৈনিক দেশজনতা /এমএইচ

 

প্রকাশ :নভেম্বর ৭, ২০১৭ ৩:১০ অপরাহ্ণ