২৪শে জানুয়ারি, ২০২৫ ইং | ১০ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | সকাল ১১:২১

ইবির ভর্তি পরীক্ষার আবেদনের সময় বাড়ল

নিজস্ব প্রতিবেদক:

ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) ২০১৭-১৮ শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ভর্তি পরীক্ষার সময়সূচি পরিবর্তন করা হয়েছে। একই সঙ্গে আবেদনের সময়সীমাও বাড়ান হয়েছে।রোববার বেলা ১২টায় উপাচার্যের কনফারেন্স রুমে ভর্তি পরীক্ষা কমিটির বৈঠকে এসব সিদ্ধান্ত নেয়া হয়।

বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) এস এম আব্দুল লতিফ জানান, ইসলামী বিশ্ববিদ্যালয়ে ২০১৭-১৮ শিক্ষাবর্ষে প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা ২৫-২৯ নভেম্বর অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। ভর্তি পরীক্ষা কমিটির বৈঠকে এ তারিখ পিছিয়ে ১-৫ ডিসেম্বর নির্ধারণ করা হয়েছে। একই সঙ্গে ভর্তির আবেদনের সময়সীমা বাড়িয়ে ১০ নভেম্বরের পরিবর্তে ১৯ নভেম্বর নির্ধারণ করা হয়েছে। এ ছাড়া আগামী ২০-২৯ নভেম্বর পর্যন্ত প্রবেশপত্র ইস্যু করা হবে। ‘অন্যান্য বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার সাথে সমন্বয় করতেই এ সকল সিদ্ধান্ত নেওয়া হয়েছে।’

এ বৈঠকে উপাচার্য অধ্যাপক ড. রাশিদ আসকারীর সভাপতিত্বে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপ-উপাচার্য অধ্যাপক ড. শাহিনুর রহমান, বিভিন্ন অনুষদের ডিন এবং বিভাগের সভাপতিগণ।

দৈনিক দেশজনতা /এন আর

প্রকাশ :নভেম্বর ৫, ২০১৭ ৭:৪৯ অপরাহ্ণ