নিজস্ব প্রতিবেদক:
মিয়ানমার থেকে বাংলাদেশে পালিয়ে আসা রোহিঙ্গাদের দেখতে আগামী ১৯ নভেম্বর বাংলাদেশ সফরে আসছেন জার্মানির পররাষ্ট্রমন্ত্রী জিগমার গাব্রিয়েল।
এসময় টমাস প্রিনজ বলেন, রোহিঙ্গা ইস্যু পর্যবেক্ষণ করতে জার্মানির পররাষ্ট্রমন্ত্রী গাব্রিয়েল আগামী ১৯ নভেম্বর ঢাকায় আসবেন। ঢাকায় এসে তিনি রোহিঙ্গি শিবির পরিদর্শনে যাবেন।
টমাস প্রিনজ বলেন, জার্মানি সবসময়ই বাংলাদেশের সঙ্গে আছে। বিশেষ করে বর্তমানের রোহিঙ্গা ইস্যুতে।
এসময় তিনি বাংলাদেশ রোহিঙ্গা ইস্যুতে যে মানবিক ভূমিকা পালন করেছে তা সারাবিশ্বের জন্য অনুকরণীয় হয়ে থাকবে বলে মন্তব্য করেন।
দৈনিক দেশজনতা/এন এইচ