২৩শে নভেম্বর, ২০২৪ ইং | ৮ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ | রাত ১:২৬

ঘুষ নেওয়ার সময় ওয়াকফ কর্মকর্তা গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক :

ঘুষ হিসেবে নেওয়া ৫০ হাজার টাকাসহ বাংলাদেশ ওয়াকফ প্রশাসকের কার্যালয়ের সহকারী প্রশাসক মোতাহার হোসেনকে হাতেনাতে গ্রেপ্তার করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।রোববার দুপুরে রাজধানীর নিউ ইস্কাটন রোডে নিজ কার্যালয় থেকে তাকে গ্রেপ্তার করে দুদকের ঢাকা বিভাগীয় কার্যালয়ের পরিচালক নাসিম আনোয়ারের নেতৃত্বাধীন একটি দল।

দুদকের জনসংযোগ কর্মকর্তা প্রনব কুমার ভট্টাচার্য‌্য  এ তথ‌্য নিশ্চিত করে জানায়, মোতওয়াল্লী কমিটির সদস‌্য মো. ফারুক হোসেনের ঢাকার কেরাণীগঞ্জ উপজেলার বাঘৈর জামে মসজিদের নামে বিভিন্ন দাগে মোট ১.২৫ একর সম্পত্তি আছে। বাঘৈর জামে মসজিদ উন্নয়নের জন্য মসজিদের নামে ওয়াকফকৃত সম্পত্তি থেকে ০.৯৪ একর সম্পত্তি বিক্রয়ের অনুমতির জন্য ২০১৩ সালের ১ আগস্ট বাংলাদেশ ওয়াকফ প্রশাসক বরবার ঢাকা আবেদন করেন তিনি। কিন্তু সম্প্রতি মো. ফারুক হোসেন দুদক অভিযোগকেন্দ্রের হট লাইন ১০৬-এ অভিযোগ করেন, ওয়াকফ প্রশাসকের কার্যালয়ের সহকারী প্রশাসক  মো. মোতাহার হোসেন খান কাজটি করে দেওয়ার জন্য ৫ লাখ টাকা ঘুষ দাবি করছেন। এ অভিযোগ আমলে নিয়ে আজ ঘুষ দেওয়ার কথা থাকায় সকাল থেকেইে ওয়াকফ কার্যালয়ে দুদক টিম ওৎ পেতে থাকে। বেলা সাড়ে ১২টায় দুদক টিমের সদস্যরা তাকে ঘুষের টাকাসহ হাতেনাতে গ্রেপ্তার করে। এছাড়া তার প্যান্টের পকেট ও আলমারি  তল্লাশি করে আরো ৭৯ হাজার টাকা পাওয়া যায়। এ টাকার উৎস সম্পর্কে কোনো জবাব দিতে পারেননি মোতাহার হোসেন।

এ বিষয়ে দুদকের সমন্বিত জেলা কার্যালয়, ঢাকা-১ এর উপ-সহকারী পরিচালক মো. নাজিম উদ্দীন বাদী হয়ে রমনা থানায় একটি মামলা দায়ের করেছেন।

দৈনিক দেশজনতা /এন আর

প্রকাশ :নভেম্বর ৫, ২০১৭ ৮:১৫ অপরাহ্ণ