১৮ই জানুয়ারি, ২০২৫ ইং | ৪ঠা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | দুপুর ২:৪৯

সিরিয়ায় আইএসের বোমা হামলায় নিহত ৭৫

আন্তর্জাতিক ডেস্ক:
সিরিয়ার গোলযোগপূর্ণ পূর্বাঞ্চল দেইর এজরে এক সমাবেশে আইএসের  গাড়ী বোমা হামলায় অন্তত ৭৫ জন বেসামরিক নাগরিক নিহত হয়েছে। সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস জানিয়েছে এ খবর।
মানবাধিকার সংস্থাটির প্রধান রামি আবদেল রহমান বলেন, দেশটির পূর্বাঞ্চলীয় প্রদেশ দেইর এজরে শনিবারের ওই হামলায় শিশুসহ ৭৫ জন বেসামরিক নাগরিক নিহত ও ১৪০ জন আহত হয়েছে। ব্রিটেন ভিত্তিক যুদ্ধ পর্যবেক্ষণ নেটওয়ার্ক সূত্রের পাওয়া তথ্যে বলা হয়, শনিবারের ওই বিস্ফোরণে বহু সংখ্যক মানুষ নিহত হয়েছে।

দৈনিক দেশজনতা /এন আর

 

প্রকাশ :নভেম্বর ৫, ২০১৭ ৭:০৩ অপরাহ্ণ