১৮ই জানুয়ারি, ২০২৫ ইং | ৪ঠা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | সকাল ১১:৫১

নওগাঁয় প্রান্তিক চাষীদের মাঝে বীজ রাসায়নিক সার বিতরন

নওগাঁ প্রতিনিধি:

নওগাঁয় উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে কৃষি প্রণোদনা কর্মসূচীর আওতায় প্রান্তিক ও ক্ষুদ্র চাষীদের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরন করা হয়েছে। রোববার সকাল ১০টায় নওগাঁ সদর উপজেলা পরিষদের হলরুমে এই বিতরন কার্যক্রসেমর উদ্বোধন করেন সদর আসনের সংসদ সদস্য মুক্তিযোদ্ধা আব্দুল মালেক।

নওগাঁ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মুশতানজিদা পারভিনের সভাপতিত্বে এ সময় বক্তব্য রাখেন, জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক শাকিল আহমেদ বাদল, উপজেলা কৃষি অফিসার মজিবুর রহমান প্রমুখ।

এ সময় আরো বক্তব্য রাখেন, তিলতপুর ইউপি চেযারম্যান রেজাউল করিম, হলিহার গ্রামের কৃষক বাবু দেবেন্দ্রনাথ।

সদর উপজেলা কৃষি সম্প্রসারন অধিদপ্তরের আয়োজনে ৩৪৫৮জন কৃষকের মাঝে ৩৪ লক্ষ ২৩হাজার টাকার বীজ ও রাসায়নিক সার বিতরন করা হয়।

দৈনিক দেশজনতা/এন এইচ

প্রকাশ :নভেম্বর ৫, ২০১৭ ৬:৫৬ অপরাহ্ণ