২২শে নভেম্বর, ২০২৪ ইং | ৭ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ | রাত ৪:৩২

যৌন হেনস্তার শিকার হলে চুপ থাকবেন না : বিদ্যা বালান

বিনোদন ডেস্ক:

কর্মক্ষেত্র হোক বা বাড়িতে, যেখানেই যৌন হেনস্তার মুখে পড়বেন, অবশ্যই মুখ খুলবেন। ভয় না পেয়ে হেনস্তাকারীর নাম প্রকাশ্যে আনবেন। সম্প্রতি এক সাক্ষাৎকারে মেয়েদের উদ্দেশ্যে এমনই বার্তা দিলেন বলিউড অভিনেত্রী বিদ্যা বালন। অক্টোবর মাসের শুরুর দিকে চলচ্চিত্র দুনিয়ায় চাঞ্চল্য ছড়িয়েছিল অস্কারজয়ী হলিউড পরিচালক হার্ভে উইনস্টেইনের যৌন কেলেঙ্কারির ঘটনা। মেয়েদের প্রতি হার্ভের ব্যবহার নিয়ে প্রথম মুখ খুলেছিলেন ‘মিস্টার অ্যান্ড মিসেস’ খ্যাত অভিনেত্রী অ্যাঞ্জেলিনা জোলি। তার পরেই খুলে যায় প্যানডোরার বাক্স। ঝুলি থেকে বেরিয়ে আসতে থাকে হার্ভের একের পর এক যৌন কুকর্মের কাহিনী।

সেই প্রসঙ্গে কথা বলতে গিয়েই সাক্ষাৎকারে বিদ্যা বালান বলেন, সময় এসেছে সমাজের ওই দুষ্টু লোকগুলোকে উচিত শিক্ষা দেওয়ার। সুযোগ নিয়ে ওরা মেয়েদের গায়ে হাত দেয়। তাই আর দেরি করবেন না। মুখ খুলুন। বুঝে নিন নিজের অধিকার। তিনি আরো জানান, হার্ভে কাণ্ডের পরে #MeToo-এই হ্যাশট্যাগে ভরে গিয়েছিল সোশ্যাল মিডিয়ার পাতা। ফলে মেয়েরা যে কোথাও নিরাপদ নয়, সে ছবিটাও এখন সবার জানা।

সংবাদ প্রতিদিন জানায়, বলিউডের জনপ্রিয় এ অভিনেত্রী এখন ব্যস্ত সিনেমা ‘তুমহারি সুলু’-র প্রচারে। তার প্রচারেই তিনি ছুটে যাচ্ছেন দেশের বিভিন্ন প্রান্তে। সিনেমাটিতে বিদ্যার পাশাপাশি দেখা যাবে নেহা ধুপিয়া এবং মুম্বাইয়ের বিখ্যাত আরজে মালিস্কাকেও। বিদ্যা জানালেন, মেয়েদের রোজকার যাপনের বহু সমস্যার কথা রয়েছে সিনেমাটিতে। প্রতিটি মেয়ে নিজেকে ‘রিলেট’ করতে পারবে বলেই আশাবাদী অভিনেত্রী। আগামী ১৭ নভেম্বর মুক্তি পাবে ‘তুমহারি সুলু’ ছবিটি।

দৈনিকদেশজনতা/ আই সি

প্রকাশ :নভেম্বর ৫, ২০১৭ ১১:৫১ পূর্বাহ্ণ