১৯শে জানুয়ারি, ২০২৫ ইং | ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | দুপুর ১২:২৭

চাঁপাইনবাবগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে একজনের মৃত্যু

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:

চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাট উপজেলায় বাড়ির ছাদে পানির পাম্পের তারের সঙ্গে জড়িয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মো. আব্দুল মালেক (৫০) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। শনিবার সন্ধ্যায় এ দুর্ঘটনা ঘটে। মৃত মালেকের বাড়ি উপজেলার দলদলি ইউনিয়নের পোলাডাংগা জিন্না নগরে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সন্ধ্যায় নবনির্মিত নিজ বাড়ির দোতলার ছাদে পানি দিচ্ছিলেন মালেক। এসময় অসাবধানতাবশত পানির পাম্পের তারের সঙ্গে জড়িয়ে বিদ্যু‍ৎস্পৃষ্ট হয়ে গুরুতর আহত হন তিনি। পরে এলাকাবাসী মালেককে উদ্ধার করে ভোলাহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

দৈনিকদেশজনতা/ আই সি 

প্রকাশ :নভেম্বর ৫, ২০১৭ ১১:৪৫ পূর্বাহ্ণ