১৯শে জানুয়ারি, ২০২৫ ইং | ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | বিকাল ৩:০৬

নববধূকে কুপিয়ে হত্যা করল স্বামী

নিজস্ব প্রতিবেদক:

কক্সবাজারের উখিয়া উপজেলায় এক নবধূকে কুপিয়ে হত্যা করা হয়েছে। এ ঘটনায় জড়িত সন্দেহে জনতা গৃহবধূর স্বামীকে আটক করে পুলিশে দিয়েছে। গতকাল শুক্রবার সন্ধ্যায় উপজেলার হলদিয়াপালং চৌধুরীপাড়ায় এ ঘটনা ঘটে।
নিহত রাবেয়া বসরী (১৮) উপজেলার জালিয়াপালং ইউনিয়নের ফরেস্ট অফিসপাড়া এলাকার আলী আকবরের মেয়ে। এ ঘটনায় আটক দিল মোহাম্মদ (৩০) একই ইউনিয়নের ছোট ইনানী এলাকার বাসিন্দা। তিনি একজন ক্ষুদ্র ব্যবসায়ী। নিহত গৃহবধূর পরিবারের লোকজন জানায়, দেড় মাস আগে দিল মোহাম্মদের সঙ্গে রাবেয়ার পারিবারিকভাবে বিয়ে হয়। গত বুধবার উখিয়ার চৌধুরীপাড়ায় ফুফুর বাড়িতে স্বামীকে নিয়ে বেড়াতে আসেন রাবেয়া।
গতকাল সন্ধ্যায় সেই বাড়ির কক্ষে রাবেয়াকে কুপিয়ে খুন করা হয়। পরে পালিয়ে যাওয়ার সময় দিল মোহাম্মদকে আটক করে প্রতিবেশীরা পুলিশে দেয়।
উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল খায়ের জানান, মৃতদেহ উদ্ধার করে রাতেই ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে দিল মোহাম্মদ স্ত্রীকে হত্যার কথা স্বীকার করেছেন।

দৈনিক দেশজনতা /এমএইচ

প্রকাশ :নভেম্বর ৪, ২০১৭ ১:০২ অপরাহ্ণ