২৩শে নভেম্বর, ২০২৪ ইং | ৮ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ | সকাল ১০:১৬

দিনাজপুরে আগুনে ৪৫ বসতঘর পুড়ে ছাই

নিজস্ব প্রতিবেদক:

দিনাজপুরের বিরল উপজেলার আগুনে একটি গ্রামের ৪৫টি বসতঘর পুড়ে ছাই হয়ে গেছে। এছাড়া আংশিকভাবে পুড়ে গেছে আরও বেশ কয়েকটি বসতঘর। এখন অনেকে খোলা আকাশের নীচে আশ্রয় নিয়েছে এসব পরিবার। শুক্রবার রাত সাড়ে আটটায় বিরল উপজেলার ৯নং মঙ্গলপুর ইউনিয়নের রুদ্রপুর গ্রামে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

মঙ্গলপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সেরাজুল ইসলাম জানান, কোন ঘর থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়েছে তা নিশ্চিত হওয়া যায়নি। সুশেন চন্দ্র রায়ের বাড়ির চুলা থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

খবর পেয়ে দিনাজপুর ফায়ার সার্ভিসের দুটি এবং বোঁচাগঞ্জ উপজেলা থেকে একটি ইউনিটসহ মোট তিনটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে। কিন্তু তার আগেই ৪৫টি বসতঘর সম্পূর্ণভাবে পুড়ে ছাই হয়ে যায়।

আগুনে কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে তা নিরুপন করা যায়নি বলে জানিয়েছেন দিনাজপুর ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক মো. রফিকুজ্জামান।

এদিকে আগুনে ঘর পুড়ে যাওয়ায় প্রায় দুই শতাধিক মানুষ গৃহহীন হয়ে পড়েছে। ইউপি চেয়ারম্যান সেরাজুল ইসলাম জানান, গৃহহীন মানুষদের পার্শ্ববর্তী রুদ্র্রপুর উচ্চ বিদ্যালয়ে আশ্রয়ের ব্যবস্থা করা হচ্ছে। রাতে তাদের শুকনো খাবার দেওয়া হয়েছে। তবে এখনও অনেকে খোলা আকাশের নিচে রয়েছে।

দৈনিক দেশজনতা /এমএইচ

প্রকাশ :নভেম্বর ৪, ২০১৭ ১২:৫৮ অপরাহ্ণ