১৯শে জানুয়ারি, ২০২৫ ইং | ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | সন্ধ্যা ৬:৩৯

এবার রিয়ালও চাইছে কুতিনহোকে

স্পোর্টস ডেস্ক:

গ্রীষ্মের দলবদলের মতো আসন্ন শীতকালীন দলবদলেও সকলের নজর লিভারপুলের ব্রাজিয়িান উইঙ্গার ফিলিপে কুতিনহো দিকে। তাকে দলে ভেড়াতে মরিয়া বার্সেলোনা। অন্যদিকে, কদিন আগেই জানা গেছে ফরাসি ক্লাব পিএসজিরও এখন নজর পড়েছে কুতিনহোর দিকে। আর সর্বশেষ এবার জানা গেল, কুতিনহোকে দলে চাইছে রিয়াল মাদ্রিদ।

রিয়াল-কুতিনহো বিষয় নিয়ে ফুটবলের জনপ্রিয় ওয়েবসাইট গোল ডট কম এখন সরগরম। আসন্ন শীতকালীন উইন্ডোতেই রিয়াল কুতিনহোর উপর ঝাপিয়ে পড়বে বলে জানিয়েছে গোল। কুতিনহোর সঙ্গে চুক্তির ব্যাপারে রিয়াল কর্তারা নাকি লিভারপুলের সঙ্গে যোগাযোগের প্রস্তুতিই নিচ্ছে।

জানা গেছে, যদি শীতকালীন উইন্ডো চুক্তি করা সম্ভব নাও হয়, তাও আলোচনা অব্যাহত রেখে চেষ্টা যাওয়া হবে। আগামী গ্রীষ্মের দলবদলের সময় হলেও ২৫ বছর বয়সী এই ব্রাজিলিয়ান তারকাকে দলে ভেড়াতে চায় রিয়াল।

দৈনিকদেশজনতা/ আই সি

প্রকাশ :নভেম্বর ৪, ২০১৭ ১১:৫২ পূর্বাহ্ণ