১৯শে জানুয়ারি, ২০২৫ ইং | ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | বিকাল ৩:১১

বাড্ডায় বাবা-মেয়ে খুনে গ্রেপ্তার ২

নিজস্ব প্রতিবেদক:

রাজধানীর বাড্ডার একটি বাসায় গাড়িচালক ও তার নয় বছর বয়সী মেয়ে হত্যাকাণ্ডের ঘটনায় দুইজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। বাড্ডা থানা পুলিশ অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করেছে বলে মুঠোফোনে পাঠানো এক ক্ষুদেবার্তায় জানানো হয়েছে। তবে কখন ও কোথা থেকে তাদের গ্রেপ্তার করা হয়েছে মুঠোফোনের বার্তায় সেই তথ্য জানানো হয়নি। এছাড়া গ্রেপ্তার দুজনের নামপরিচয়ও জানানো হয়নি। তাদের সম্পর্কে বিস্তারিত জানাতে শনিবার সকাল ১১টায় ডিএমপির মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলন ডাকা হয়েছে।

বৃহস্পতিবার ভোরে বাড্ডার হোসেন মার্কেটের পেছনে ময়নার বাগ এলাকার একটি বাড়ি থেকে জামিল শেখ ও তার মেয়ে নুসরাতের মরদেহ উদ্ধার করে পুলিশ। চার তলা ওই বাড়ির তৃতীয় তলার একটি ফ্ল্যাটে পরিবার নিয়ে ভাড়া থাকতেন জামিল। ওই ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য জামিলের স্ত্রী আর্জিনাকে নিয়ে যায় পুলিশ।

মরদেহ উদ্ধারের সময় বাড্ডা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী ওয়াজেদ আলী জানিয়েছিলেন, জামিল শেখের মাথায় আঘাতের চিহ্ন রয়েছে। আর তার মেয়েকে শ্বাসরোধে হত্যা করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

দৈনিক দেশজনতা /এমএইচ

প্রকাশ :নভেম্বর ৪, ২০১৭ ১১:৪৯ পূর্বাহ্ণ