১৮ই জানুয়ারি, ২০২৫ ইং | ৪ঠা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | সন্ধ্যা ৬:৫৫

বাবার জন্মদিনের পার্টিতে আহত সুহানা

বিনোদন ডেস্ক:

গত ২ নভেম্বর শুধু খান পরিবারের কাছে নয় বরং ভারতীয় সিনেমাপ্রেমীদের কাছে একটা বিশেষ দিন। কারণ ওইদিন শাহরুখ খানের জন্মদিন। বৃহস্পতিবার পরিবার ও বন্ধুদের নিয়ে উদযাপনের আনন্দে ছিলেন বলিউড বাদশা। কিন্তু, সেখানেই ঘটে গেল দুর্ঘটনা। আহত হলেন শাহরুখের মেয়ে সুহানা খান। মিড ডে’র খবর অনুযায়ী, আলিবাগের বাংলোয় বৃহস্পতিবার রাতে শাহরুখের জন্মদিনের পার্টিতে চাঁদের হাট বসেছিল।

একদিকে শাহরুখের বন্ধুরা অর্থাৎ ফারহা খান, করণ জোহর, দীপিকা পাড়ুকোন, আলিয়া ভাট ছিলেন। অন্যদিকে ইন্ডাস্ট্রিতে গৌরীর বন্ধু হিসেবে পরিচিত শ্বেতা বচ্চন, সুজান খান, মনদীপ কউর, সীমা খানরা ছিলেন। পার্টিতে বন্ধুদের নিয়ে ছিলেন শাহরুখের সন্তান আরিয়ান ও সুহানাও। পার্টির পর মধ্যরাতে সমুদ্রের পাড়ে বাইক রাইড করছিলেন তারকারা। শাহরুখের বাইকে ছিলেন দীপিকা। একটি বাইকে ছিলেন আলিয়া-সিদ্ধার্থ। অন্য একটি বাইকে আরিয়ানের পিছনে বসেছিলেন সুহানা। বাইক রাইড সেরে ফেরার পথে দুর্ঘটনা ঘটে। আরিয়ান নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। বাইক থেকে পড়ে যান সুহানা। সুহানা পড়ে যাওয়ার পরই দৌড়ে আসেন শাহরুখ। আরিয়ানকে বরফ নিয়ে আসতে বলেন। ওই রাতেই চিকিৎসককে ডেকে নেন বাংলোতে। প্রাথমিক চিকিৎসার পর এখন সুহানা একদম সুস্থ।

দৈনিকদেশজনতা/ আই সি

প্রকাশ :নভেম্বর ৪, ২০১৭ ১০:২২ পূর্বাহ্ণ