১৯শে জানুয়ারি, ২০২৫ ইং | ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | সন্ধ্যা ৬:৩৪

দ্বিতীয় ভৈরব রেলসেতু দিয়ে পরীক্ষামূলক ট্রেন চলাচল শুরু

নিজস্ব প্রতিবেদক:

দীর্ঘদিনের প্রত্যাশিত দ্বিতীয় ভৈরব রেলসেতু দিয়ে যাত্রীবাহী ট্রেন চলা শুরু হয়েছে। তবে আনুষ্ঠানিকভাবে সেতুটি উদ্বোধন করা হবে আগামী ৯ নভেম্বর।আজ শুক্রবার বেলা ১১টা ১০ মিনিটে চট্টগ্রাম থেকে ঢাকাগামী আন্তঃনগর সুবর্ণ এক্সপ্রেসের অতিক্রমের মধ্য দিয়ে যাত্রা হলো এই নবনির্মিত সেতুর।। এসময় রেলওয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

 দ্বিতীয় ভৈরব রেল সেতুর প্রকল্প পরিচালক এবং রেলওয়ে পূর্বাঞ্চলীয় জেনারেল ম্যানেজার আব্দুল হাই জানান, ‘ভারত ও বাংলাদেশ সরকারের যৌথ অর্থায়নে ৫৬৭ কোটি টাকা ব্যয়ে দ্বিতীয় ভৈরব রেলসেতুর নির্মাণকাজ সম্পন্ন হয়েছে। আজ (৩ নভেম্বর) থেকে সেতুর ওপর দিয়ে পরীক্ষামূলকভাবে ব্রডগেজ ও ডুয়েল গেজ লাইনে ট্রেন চলাচল শুরু হয়েছে। আগামী ৯ নভেম্বর বেলা সাড়ে ১১টার দিকে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ভিডিও কনফারেন্সের মাধ্যমে সেতুর আনুষ্ঠানিক উদ্বোধন করবেন বলে কথা রয়েছে।’

২০১০ সালে একনেকে পাস হওয়ার পর ২০১৩ সালের ডিসেম্বর মাসে সেতুর নির্মাণ কাজ শুরু হয়। ২০১৭ সালে অক্টোবর মাসে দ্বিতীয় ভৈরব রেলসেতুর কাজ শেষ হয়।

দৈনিক দেশজনতা/এন আর

 

প্রকাশ :নভেম্বর ৩, ২০১৭ ৬:৩১ অপরাহ্ণ