১৯শে জানুয়ারি, ২০২৫ ইং | ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | বিকাল ৩:১৫

কাতালানের ৮ মন্ত্রী রিমান্ডে

আন্তর্জাতিক ডেস্ক:

স্বাধীনতা ঘোষণার জের ধরে কাতালানের বরখাস্ত ৮ মন্ত্রীকে রিমান্ড নেয়া হয়েছে। বৃহস্পতিবার এক শুনানি শেষে স্পেনের একটি আদালত তাদের এ রিমান্ড মঞ্জুর করে।শুনানিকালে প্রসিকিউটররা  কাতালান সরকারের সাবেক ৯ সদস্যের ৮ জনকে পুলিশ হেফাজতে নেয়ার আবেদন জানান।

এদিকে মন্ত্রীদের রিমান্ডে নেয়ার প্রতিবাদে হাজারো মানুষ বার্সেলোনার রাস্তায় নেমে বিক্ষোভে ফেটে পড়েন। তারা এ ঘটনাকে তাদের স্বাধীনতার বিরুদ্ধে গভীর ষড়যন্ত্র হিসেবে দেখছেন।এ মন্ত্রীদের বিরুদ্ধে স্পেনের বিরুদ্ধে বিদ্রোহ, উসকানি ও সরকারি তহবিলের অপব্যবহারের অভিযোগ আনা হয়েছে।

একইসঙ্গে কাতালানের বরখাস্ত প্রেসিডেন্ট কার্লস পুজদেমন ও আরও চার মন্ত্রীর বিরুদ্ধে গ্রেফতারি পরওয়ানা জারি করার জন্য ইউরোপীয় ইউনিয়নের প্রতি অনুরোধ জানান স্পেনের রাষ্ট্রীয় প্রসিকিউটর।গত সোমবার পুজদেমন এবং তার সরকারের ১৩ সদস্যকে এ সপ্তাহের আদালতে হাজির হওয়ার নির্দেশ জারি করে স্পেনের হাই কোর্ট।

সেইসঙ্গে তিনদিনের মধ্যে তাদেরকে আদালতে ৬২ লাখ ইউরো (৭২ লাখ মার্কিন ডলার) জমা করার নির্দেশও দেয়া হয়। ১৩ মন্ত্রীর মধ্যে বৃহস্পতিবার ৮ জন মাদ্রিদে একটি আদালতে হাজির হন।জদেমনসহ অন্য চার মন্ত্রী বেলজিয়ামে রয়েছেন । মাদ্রিদ সরকার স্বাধীনতাপন্থি এ নেতার বিরুদ্ধে বিদ্রোহ, রাষ্ট্রদ্রোহ ও অর্থ অপব্যবহারের অভিযোগ আনে।

দৈনিক দেশজনতা /এন আর

 

 

প্রকাশ :নভেম্বর ৩, ২০১৭ ৫:০২ অপরাহ্ণ