১৯শে জানুয়ারি, ২০২৫ ইং | ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | রাত ১১:৫৭

শিক্ষার্থীদের বের করে দিয়ে ডাকসুতে ছাত্র ইউনিয়নের সভা

নিজস্ব প্রতিবেদক:

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) থেকে সাধারণ শিক্ষার্থীদের বের করে দিয়ে সেখানে সভা করেছে ছাত্র ইউনিয়ন। বিশ্ববিদ্যালয়ের কয়েকজন শিক্ষার্থী  অভিযোগ  করেন, ডাকসুর দ্বিতীয় তলায় সাধারণ শিক্ষার্থীদের জন্য একটি পত্রিকা পড়ার কক্ষ রয়েছে। সেখানে বসে শিক্ষার্থীরা পত্রিকা পড়ছিলেন। বৃহস্পতিবার পৌনে ১২টায় ছাত্র ইউনিয়েনের সাধারণ সম্পাদক লিটন নন্দী তাদের বের করে দেন।

এসময় লিটন নন্দী দাবী করে বলেন, তিনি পত্রিকা পড়ার কক্ষটি বরাদ্দ নিয়েছেন। তাই সবাইকে এখন চলে যেতে হবে। কারণ এখানে ইউনিয়নের কেন্দ্রীয় কমিটির বৈঠক হবে। এ বিষয়ে কথা বলতে চাইলে ডাকসু কর্মকর্তারা জানান, পত্রিকা কক্ষ ভাড়া দেয়া হয় না। অন্য কক্ষ ভাড়া দেয়া হয়। পত্রিকা কক্ষ সাধারণ শিক্ষার্থীদের জন্য।

নাম প্রকাশ না করার শর্তে এক শিক্ষার্থী বলেন, আমরা পত্রিকা পড়ছিলাম। এই সময় ছাত্র ইউনিয়নের ১০ থেকে ১৫ জন কর্মী এসে আমাদেরকে চলে যেতে বলে। পত্রিকা পড়ার কক্ষ তো সাধারণ শিক্ষার্থীদের জন্য, প্রোগ্রাম কেনো জানতে চাইলে তখন লিটন নন্দী বলেন, আমরা এই রুম নিয়েছি। চলে যেতে হবে আপনাদের।

এ বিষয়ে ছাত্র ইউনিয়নের সাধারণ সম্পাদক লিটন নন্দী বলেন, আমরা পত্রিকা কক্ষটি ভাড়া নেইনি, অন্য একটি কক্ষ ভাড়া নিয়েছিলাম। কিন্তু সেই কক্ষে ছাত্রলীগের নেতাকর্মীরা সভা করায় বিকল্প হিসেবে আমরা পত্রিকা পড়ার কক্ষে বৈঠক করি।

দৈনিক দেশজনতা /এমএইচ

প্রকাশ :নভেম্বর ২, ২০১৭ ৩:৫৮ অপরাহ্ণ