২২শে নভেম্বর, ২০২৪ ইং | ৭ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ | দুপুর ১:৪৯

বোলিং অ্যাকশন পরীক্ষা দিতে ইংল্যান্ডে হাফিজ

স্পোর্টস ডেস্ক:

পাকিস্তানি অলরাউন্ডার মোহাম্মদ হাফিজ বোলিং অ্যাকশন পরীক্ষার জন্য ইংল্যান্ডে উড়াল দিলেন। ১৯ অক্টোবরে শ্রীলঙ্কার বিপক্ষে পাঁচ ম্যাচ ওয়ানডে সিরিজের তৃতীয় ম্যাচে বোলিংয়ের সময় আইসিসি তার বোলিং অ্যাকশন নিয়ে সন্দেহ প্রকাশ করে।

আইসিসির পক্ষ থেকে জানানো হয়, বোলিংয়ের সময় অনুমোদিত ১৫ ডিগ্রির চেয়ে হাত বেশি বাঁকা হয় হাফিজের। তবে হাফিজ জানিয়েছেন, বোলিংয়ের ছাড়পত্র পাওয়ার পর তিনি অ্যাকশনে পরিবর্তন আনেননি।

২০১৪ সালের ডিসেম্বরে সর্বপ্রথম অবৈধ বোলিং অ্যাকশনের দায়ে অভিযুক্ত হন হাফিজ। অ্যাকশন পরীক্ষার পর ২০১৫ সালের এপ্রিলে আইসিসি এই পাকিস্তানি তারকাকে বোলিংয়ের অনুমতি দেয়।ফের  ২০১৫ সালের জুনে শ্রীলঙ্কার বিপক্ষে গল টেস্ট শেষে হাফিজের অ্যাকশন নিয়ে ফের সন্দেহ প্রকাশ করে আইসিসি। পরীক্ষায় ত্রুটিমুক্ত প্রমাণিত না হওয়ায় একই বছরের জুলাইয়ে ১২ মাসের জন্য বোলিংয়ে নিষিদ্ধ হন এই পাকিস্তানি স্পিনার।

২০১৬ সালের নভেম্বরে ব্রিসবেনের ন্যাশনাল ক্রিকেট সেন্টারে অ্যাকশন পরীক্ষায় বসেন হাফিজ। পরীক্ষা-নিরীক্ষার পর বোলিংয়ের ছাড়পত্র পান এই ডানহাতি বোলার। দেখা যাক, পরীক্ষা শেষে ত্রুটিমুক্ত হয়ে হাফিজ বোলিংয়ের ছাড়পত্র পান কি না। অবশ্য পরীক্ষার ফলাফল বের না হওয়া পর্যন্ত বোলিং করতে পারবেন এই পাকিস্তানি তারকা।

দৈনিক দেশজনতা /এন আর

প্রকাশ :অক্টোবর ৩১, ২০১৭ ৭:৩৩ অপরাহ্ণ