২২শে নভেম্বর, ২০২৪ ইং | ৭ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ | সন্ধ্যা ৭:২৫

চতুর্দশ শিক্ষক নিবন্ধন পরীক্ষার ফল প্রকাশ

নিজস্ব প্রতিবেদক:

চতুর্দশ শিক্ষক নিবন্ধন পরীক্ষা-২০১৭ এর প্রিলিমিনারি পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে। মঙ্গলবার বিকালে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ) এটি প্রকাশ করে।

প্রকাশিত ফলাফল অনুযায়ি চতুর্দশ শিক্ষক নিবন্ধন পরীক্ষায় পাসের হার শতকার ২৬ দশমিক শূন্য ২ শতাংশ।

এবার স্কুল পর্যায়ে ৫ লাখ ৩ হাজার ৩৮ জন পরীক্ষার্থী অংশ নেন। এর মধ্যে উত্তীর্ণ হন এক লাখ ৪ হাজার ৬৯৪ জন পরীক্ষার্থী। আর কলেজ পর্যায়ে ৩ লাখ ৩ হাজার ৬১২ জন পরীক্ষায় অংশ নেন। এর মধ্যে উত্তীর্ণ হয় এক লাখ ৫ হাজার ১৮১ জন। উভয় পরীক্ষায় মোট ৮ লাখ ৬ হাজার ৬৫০ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করলেও পাস করেন ২ লাখ ৯ হাজার ৮৭৫ জন।

স্কুল পর্যায়ে পাসের হার ২০ দশমিক ৮১ শতাংশ এবং কলেজ পর্যায়ে পাসের হার ৩৪ দশমিক ৬৪ শতাংশ। দুই পরীক্ষায় গড় পাসের হার শতকরা ২৬ দশমিক শূন্য ২ শতাংশ।

প্রসঙ্গত, এর আগে গত ২৫ আগস্ট এনটিআরসিএ এই প্রিলিমিনারি পরীক্ষা গ্রহণ করেছিল। পরীক্ষার ফলাফল জানা যাবে http://ntrca.teletalk.com.bd ওয়েবসাইট থেকে। এ ছাড়া উত্তীর্ণ প্রার্থীদেরকে এসএমএস-এর মাধ্যমেও ফলাফল জানিয়ে দেয়া হবে।

দৈনিক দেশজনতা /এন আর

প্রকাশ :অক্টোবর ৩১, ২০১৭ ৭:৪৯ অপরাহ্ণ