নিজস্ব প্রতিবেদক:
২০ দিন ধরের নিখোঁজ সাংবাদিক উৎপল দাসের সন্ধান দিতে প্রশাসনকে ৪৮ ঘণ্টার আল্টিমেটাম বেঁধে দিয়েছেন সাংবাদিকরা। এ সময়ের মধ্যে তাকে খুঁজে না দিলে কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দেওয়া হয়েছে।মঙ্গলবার দুপুরে জাতীয় প্রেসক্লাবের সামনে এক মানববন্ধন কর্মসূচি থেকে এ ঘোষণা দেওয়া হয়।
সাংবাদিক নেতারা বলেন, ৪৮ ঘণ্টার মধ্যে উৎপলের সন্ধান দিতে না পারলে বুধবার ঢাকা সাংবাদিক ইউনিয়ন (ডিইউজে) ও বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) বিক্ষোভ সমাবেশ থেকে থেকে কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।
মানববন্ধনে বক্তব্য দেন বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) সাবেক মহাসচিব আবদুল জলিল ভূঁইয়া, যুগ্ম মহাসচিব পুলক ঘটক, উৎপল যে প্রতিষ্ঠানে কাজ করেন সেই পূর্বপশ্চিম বিডি ডট নিউজের প্রধান সম্পাদক পীর হাবিবুর রহমান, জাতীয় প্রেসক্লাবের যুগ্ম সম্পাদক শাহেদ চৌধুরী, ইলিয়াস খান, ঢাকা সাংবাদিক ইউনিয়নের (ডিইউজে) একাংশের সভাপতি শাবান মাহমুদ, সাধারণ সম্পাদক সোহেল হায়দার চৌধুরী, ঢাকা রিপোর্টার্স ইউনিটির সভাপতি সাখাওয়াত হোসেন বাদশা, সাধারণ সম্পাদক মুরসালিন নোমানি, সাবেক সাধারণ সম্পাদক রাজু আহমেদ, বৈশাখী টেলিভিশনের প্রধান বার্তা সম্পাদক সাইফুল ইসলাম, ঢাকা সাব এডিটর কাউন্সিলের সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ, সাংবাদিক উম্মুল ওয়ারা সুইটি, তাসকিনা ইয়াসমিনসহ অনেকে।
জাতীয় প্রেসক্লাবের যুগ্ম সম্পাদক শাহেদ চৌধুরী বলেন, উৎপলের সন্ধানের জন্য সরকারের সব মহলের হস্তক্ষেপ কামনা করছি। একজন সাংবাদিক হারিয়ে যাচ্ছে কিন্তু স্বরাষ্ট্রমন্ত্রীর কোন বক্তব্য নেই। তথ্যমন্ত্রীর কোন বক্তব্য নেই, এর নিন্দা জানাচ্ছি। সাংবাদিক উৎপলের কোন খোঁজ না পাওয়া পর্যন্ত আমাদের কর্মসূচি অব্যাহত থাকবে।
ঢাকা রিপোর্টার্স ইউনটির সভাপতি সাখাওয়াত হোসেন বাদশা বলেন, উৎপলকে আগামী ৪৮ ঘন্ঠার মধ্যে ফিরিয়ে দিতে হবে। নইলে কঠোর আন্দোলন গড়ে তুলবো, রাজপথ বন্ধ রাখবো। এ জন্য অামরা সর্বোচ্চ ত্যাগ স্বীকার করতে প্রস্তুত আছি।
১০ অক্টোবর নিখোঁজ হন পূর্বপশ্চিমবিডিডটনিউজের রিপোর্টার উৎপল দাস। ২৯ বছর বয়সী এ সাংবাদিকের নিখোঁজের ঘটনায় মতিঝিল থানায় দুটি সাধারণ ডায়েরি করা হয়েছে।
দৈনিক দেশজনতা /এন আর