২৩শে নভেম্বর, ২০২৪ ইং | ৮ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ | রাত ১২:৫০

বিমান নিয়ে হামলার পরিকল্পনা, পাইলটসহ গ্রেফতার ৪

নিজস্ব প্রতিবেদক:

বিমান নিয়ে নাশকতার পরিকল্পনার অভিযোগে পাইলট সাব্বিরসহ চার ‘জঙ্গি’কে গ্রেফতার করেছে র‌্যাব।মঙ্গলবার রাজধানীর মিরপুরের দারুস সালাম এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। দুপুর সোয়া ২টায় র্যাবের মিডিয়া উইংয়ের সহকারী পরিচালক মিজানুর রহমান এ তথ্য জানান।

তিনি বলেন, দারুস সালাম এলাকা থেকে বাংলাদেশ বিমানের ফার্স্ট অফিসার পাইলট সাব্বির ও নিহত ‘জেএমবি’ সদস্য আবদুল্লাহর সহযোগীসহ চার ‘জঙ্গি’কে গ্রেফতার করেছে র্যাব।

র্যাব সূত্রে জানা গেছে, গ্রেফতার অন্য তিনজন হলেন আবদুল্লাহর ফ্ল্যাট মালিকের স্ত্রী সুলতানা পারভিন, পারভিনের আত্মীয় আসিফুর রহমান ও আলম নামে এক ব্যক্তি। এই তিনজনকে দারুস সালাম এলাকা থেকে গ্রেফতার করা হয়।এ বিষয়ে বিকেল ৪টায় র্যাবের মিডিয়া সেন্টারে বিস্তারিত তথ্য জানানো হবে।

এর আগে জঙ্গি আস্তানার সন্ধান পেয়ে ৪ সেপ্টেম্বর রাতে মিরপুর মাজার রোডের বর্ধন বাড়ি এলাকায় ‘কমল প্রভা’ নামের একটি বাড়িতে অভিযান চালায় র‌্যাব। অভিযান চলার সময় ওই বাড়ির পঞ্চম তলায় ‘জঙ্গি আস্তানায়’ ভয়াবহ রাসায়নিক বিস্ফোরণ হয়। অভিযানে জঙ্গি আবদুল্লাহ ও তার পরিবার আত্মসমর্পণের জন্য সময় নেয়। কিন্তু পরে বিস্ফোরণ ঘটিয়ে আবদুল্লাহ, তার দুই স্ত্রী, দুই সন্তান ও দুই সহযোগী আত্মাহুতি দেয় বলে র্যাব দাবি করে আসছে।

দৈনিক দেশজনতা /এন আর

প্রকাশ :অক্টোবর ৩১, ২০১৭ ৫:৪১ অপরাহ্ণ