১৯শে জানুয়ারি, ২০২৫ ইং | ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | বিকাল ৩:১৪

ফেরার পথেও খালেদা জিয়ার গাড়িবহরে পেট্রোল বোমা হামলা

নিজস্ব প্রতিবেদক:

রোহিঙ্গা শিবির পরিদর্শন শেষে ঢাকা ফেরার পথে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার গাড়ি বহরের পেছনে দুটি বাসে বোমা হামলা হয়েছে। ফেনীর মহিপাল এলাকায় এ ঘটনা ঘটেছে। এতে দুটি বাস ভস্মীভূত হয়ে গেছে বলে জানা গেছে। তবে খালেদা জিয়ার গাড়ি বহরের কোনো ক্ষতি হয়নি।

স্থানীয়রা জানান- খালেদা জিয়ার গাড়িবহর ফেনী অতিক্রম করার পরপরই মহিপাল এলাকায় দুটি বাসে বোমা হামলা চালানো হয়। এতে বাস দুটি পুড়ে যায়। ঘটনার পরপরই সেখানে বিক্ষোভ করেছে স্থানীয় বিএনপি নেতাকর্মীরা।

আজ বিকেল পৌনে পাঁচটায় খালেদা জিয়ার গাড়ির ১০ গজ ও স্থানীয় র‌্যাব অফিসের ১০০ গজের মধ্যে এ ঘটনা ঘটে। এতে তাৎক্ষণিকভাবে হতাহতের বিষয়ে নিশ্চিত হওয়া যায়নি। স্থানীয়রা জানিয়েছে ছাত্রলীগ ও যুবলীগের নেতাকর্মীরা এ হামলা চালিয়েছে।

তারা আরও জানান, ক্ল্যাসিক ও শান্ত পরিবহনের দু’টি বাস স্থানীয় নাজির আহমেদের সিএনজি পাম্প থেকে গ্যাস নিয়ে রাস্তায় দাঁড়িয়েছিল। এ সময় অজ্ঞাত ২০/২৫ জন দুর্বৃত্তরা গাড়ি লক্ষ করে পেট্রোল বোমা নিক্ষেপ করে এবং গুলি ছোড়ে। পেট্রোল বোমা থেকে আগুনের সূত্রপাত ঘটে। ফেনী ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার জানিয়েছেন, আগুন বর্তমানে নিয়ন্ত্রণে আছে। কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

প্রসঙ্গত, গত ২৮ অক্টোবর শনিবার কক্সবাজার রোহিঙ্গা ক্যাম্প পরিরদর্শনে যাওয়ার সময় ফেনীর ফতেহপুরে খালেদা জিয়ার গাড়িবহরে হামলার ঘটনা ঘটে।

দৈনিক দেশজনতা /এন আর

প্রকাশ :অক্টোবর ৩১, ২০১৭ ৫:৩৮ অপরাহ্ণ