স্পোর্টস ডেস্ক:
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নির্বাচনে ২৫টি পরিচালক পদে বর্তমান সভাপতি নাজমুল হাসানের প্যানেলের ২২ জন আগেই বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। আজ মঙ্গলবার অনুষ্ঠিত নির্বাচনে বাকি তিনটি পরিচালক পদে ঢাকা বিভাগ থেকে জয়ী হয়েছেন মানিকগঞ্জের নাঈমুর রহমান দুর্জয়, কিশোরগঞ্জের সৈয়দ আশফাকুল ইসলাম এবং বরিশাল বিভাগ থেকে জয়ী হয়েছেন আলমগীর হোসেন আলো।
মিরপুর শেরে-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামের বোর্ডরুমে মঙ্গলবার সকাল ১০টা থেকে নির্বাচন শুরু হয়। এরপর ভোট গণনা শেষে প্রাথমিক ফলাফল প্রকাশ করা হয়। বুধবার চূড়ান্ত ফলাফল প্রকাশ করবে নির্বাচন কমিশন।
দৈনিকদেশজনতা/ আই সি
Daily Deshjanata দেশ ও জনতার বলিষ্ঠ কণ্ঠস্বর

