১৯শে জানুয়ারি, ২০২৫ ইং | ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | দুপুর ২:৫৬

বিএনপির ৭৭ নেতাকর্মী কারাগারে

নারায়ণগঞ্জ প্রতিনিধি:

নারায়ণগঞ্জের আড়াইহাজারে একটি বিস্ফোরক আইনের মামলায় বিএনপির ৭৭ জন নেতাকর্মীকে আত্মসমর্পণের পর কারাগারে পাঠিয়েছেন আদালত। একই সময় বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক নজরুল ইসলাম আজাদ, আড়াইহাজার থানা যুবদলের সভাপতি জুয়েল, আইনজীবী কামাল ও ছাত্র সোহাগসহ ৪ জনকে দুই দিনের জন্য জামিন দিয়েছেন আদালত। মঙ্গলবার দুপুরে নারায়ণগঞ্জ জেলা ও দায়রা জজ বেগম হোসনে আরা আক্তারের আদালত শুনানি অনুষ্ঠিত হয়।

আসামি পক্ষের আইনজীবী সাখাওয়াত হোসেন খান জানান, আড়াইহাজারে একটি বিস্ফোরক আইনের মামলায় হাইকোর্ট থেকে বিএনপির ৮৭ জন নেতাকর্মী জামিনে ছিলেন। ২৫ অক্টোবর সেই জামিনের মেয়াদ শেষ হয়। সেদিন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক নজরুল ইসলাম আজাদ হাজির হলে ৩১ তারিখ পর্যন্ত তাকে জামিন দেয় আদালত। তিনি জানান, জামিনের মেয়াদ শেষ হওয়ায় দলের ৮১ জন নেতাকর্মী আদালতে হাজির হলে আদালত ৪ জনের জামিন মঞ্জুর করে বাকিদের কারাগারে পাঠিয়ে দেন।

প্রসঙ্গত, ৬ সেপ্টেম্বর আড়াইহাজারে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠানে আওয়ামী লীগের লোকজন বাধা দিলে সেখানে সংঘর্ষের ঘটনা ঘটে। এতে নজরুল ইসলাম আজাদকে প্রধান আসামি করে ৮৭ জনের নাম উল্লেখ ও অজ্ঞাত আরো ১৫০ জনকে আসামি করে মামলা করে পুলিশ।

দৈনিকদেশজনতা/ আই সি 

প্রকাশ :অক্টোবর ৩১, ২০১৭ ৪:৩৫ অপরাহ্ণ