২৩শে নভেম্বর, ২০২৪ ইং | ৮ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ | সকাল ৬:৩৯

পাহাড় কাটা বন্ধে ব্যর্থ চট্টগ্রাম ডিসিকে হাইকোর্টে তলব

নিজস্ব প্রতিবেদক:

আদালতের আদেশ সত্ত্বেও পাহাড় কাটার স্থানে মাটি ভরাটে কার্যকর পদক্ষেপ নিতে ব্যর্থ হওয়ায় ব্যাখ্যা দিতে চট্টগ্রামের জেলা প্রশাসককে (ডিসি) তলব করেছেন হাইকোর্ট। আগামী ২২ নভেম্বর তাকে সশরীরে হাজির হয়ে এ বিষয়ে ব্যাখ্যা দিতে বলা হয়েছে।

মঙ্গলবার বিচারপতি সৈয়দ মোহাম্মদ দস্তগীর হোসেন ও বিচারপতি মো. আতাউর রহমান খানের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এই আদেশ দেন।

আদালতে আবেদনের পক্ষে শুনানি করেন আইনজীবী মনজিল মোরসেদ। আর রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল অমিত তালুকদার।

দৈনিক দেশজনতা /এন আর

প্রকাশ :অক্টোবর ৩১, ২০১৭ ৬:০৮ অপরাহ্ণ