বিনোদন ডেস্ক:
ঢালিউডের এক সময়ের সফল জুটি নাঈম-শাবনাজ। বাস্তব জীবনেও তারা জুটি। অনেকদিন সিনেমায় না থাকলেও তাদের নিয়ে ভক্তদের আগ্রহের শেষ নেই। ২৯ অক্টোবর ছিল শাবনাজের জন্মদিন। দিনটি ঘরোয়া আয়োজনে পালন করা হয়। আর শাবনাজকে দারুণ এক সারপ্রাইজ দিয়েছেন নাঈম।
‘আঞ্জুমান’ নায়িকা জানতেনই না এদিন দাওয়াত করা হয়েছিল চলচ্চিত্রের বিশেষ কয়েকজনকে। মূলত শাবনাজকে সারপ্রাইজ দেয়ার জন্যই তাদের ডিনারের দাওয়াত দেন নাঈম। উপস্থিত হয়েছিলেন তিন নায়ক অমিত হাসান, আমিন খান ও রিয়াজ। সঙ্গে ছিলেন তাদের স্ত্রী লাবণী, স্নিগ্ধা ও টিনা।
এছাড়া উপস্থিত হয়েছিলেন শাবনাজের ছোট বোন অভিনেত্রী মৌ ও তার স্বামী মনির। হঠাৎ সবাইকে জন্মদিনে কাছে পেয়ে ভীষণ আনন্দিত হন শাবনাজ।
এ প্রসঙ্গে তিনি বলেন, ‘হঠাৎ করে এমন আয়োজনের পুরো কৃতিত্ব আসলে নাঈমের। আমি জানি সবাই যার যার কাজে খুব ব্যস্ত। তারপরও জন্মদিনটিকে বিশেষায়িত করে তোলার জন্য সবার প্রতি আন্তরিকভাবে কৃতজ্ঞ।’ নাঈম বলেন, ‘আমরা সবাই এক পরিবারেরই। পরিবারের সবাইকে একসঙ্গে নিয়ে সময় কাটানো, আনন্দ করা, গল্প করার সময় হয়ে ওঠে না। শাবনাজের জন্মদিন উপলক্ষে ভালো সময় কাটল।’
নব্বইয়ের দশকে জনপ্রিয় জুটি শাবনাজ-নাঈম। এহতেশাম পরিচালিত ‘চাঁদনী’ দিয়ে তাদের ক্যারিয়ারের শুরু। অভিনয় করেছেন একের পর এক জনপ্রিয় সিনেমায়। ক্যারিয়ারের শীর্ষ সময়েই তারা চলচ্চিত্র থেকে বিদায় নেন।
দৈনিক দেশজনতা /এমএইচ
Daily Deshjanata দেশ ও জনতার বলিষ্ঠ কণ্ঠস্বর

