১৮ই জানুয়ারি, ২০২৫ ইং | ৪ঠা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | সকাল ১১:১৩

উখিয়ায় র‌্যাবের অভিযানে ইয়াবাসহ রোহিঙ্গা নারী আটক

উখিয়া (কক্সবাজার) প্রতিনিধি :
কক্সবাজারের র‌্যাব-৭ অভিযান চালিয়ে ইয়াবা সহ এক রোহিঙ্গা নারী কে আটক করেছে। র‌্যাব-৭ কক্সবাজারের অধিনায়ক মেজর রুহুল আমিনের নেতৃত্বে একদল র‌্যাব সদস্যরা শনিবার রাত ১২ টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে কুতুপালং নতুন টালের এ ব্লকের সামনে রুহুল আমিনের স্ত্রী ফাতেমা খাতুন (৪০) কে তল্লাসি চালিয়ে ৯ হাজার ৭শ ৯০ পিস ইয়াবা সহ আটক করতে সক্ষম হয়েছে। এ ব্যাপারে র‌্যাব-৭ কক্সবাজারের অধিনায়ক মেজর রুহুল আমিন ইয়াবা সহ রোহিঙ্গা নারী আটকের সত্যতা স্বীকার করেন এবং তার বিরুদ্ধে মাদক দ্রব্যর সংশ্লিষ্ট ধারায় মামলা রুজু করার জন্য উখিয়া থানায় সোপর্দ করা হয়েছে বলে তিনি জানান।

প্রকাশ :অক্টোবর ২৯, ২০১৭ ৭:০৫ অপরাহ্ণ