১৮ই জানুয়ারি, ২০২৫ ইং | ৪ঠা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | দুপুর ১:৩৭

উখিয়ায় অস্ত্র, ইয়াবাসহ আটক ৩

উখিয়া (কক্সবাজার) প্রতিনিধি :

কক্সবাজারের উখিয়ায় অস্ত্র, ইয়াবাসহ আটক তিন রোহিঙ্গাকে গতকাল রোববার তাদেরকে কক্সবাজার জেল হাজতে প্রেরন করা হয় বলে জানিয়েছেন উখিয়া অফিসার ইনচার্জ আবুল খায়ের। তিনি বলেন, শনিবার ভোরে অস্ত্রধারী কিছু রোহিঙ্গা বালুখালী ক্যাম্পের ভিতরে ডাকাতি প্রস্তুতি নেয়ার খবর পেয়ে পুলিশ অভিযান চালায়। ওই সময় বেশ কিছু ডাকাত পালিয়ে গেলেও অস্ত্রসহ দুই ডাকাতকে আটক করা হয়। ওই সময় তাদের কাছ থেকে ২টি আগ্নেয়াস্ত্র ৬ রাউন্ড কার্তুজ উদ্ধার করা হয়। ওই ঘটনায় আটককৃতরা হলেন- উখিয়ার কুতুপালং শরনার্থী ক্যাম্পের ৩ ব্লকের বাসিন্দা নুর মোহাম্মদের ছেলে নুর বশর ওরফে মৌলভী ইউনুছ (২৬) ও বালূখালী ক্যাম্পের ছব্বির আহমদের ছেলে মো. ইলিয়াছ (২১)। অপরদিকে মেজর মো: রুহুল আমিনের নেতৃতে কক্সবাজারস্থ র্যাব-৭ এর একটি টিম কুতুপালং এলাকায় অভিযান চালিয়ে কুতুপালং ক্যাম্পের এ ব্লকের রুহুল আমিনের স্ত্রী ফাতেমা খাতুন (৪০) কে ৯ হাজার ৮শ পিচ ইয়াবাসহ আটক করে। পুলিশ কর্মকর্তা আবুল খায়ের আরও জানান, আটককৃতদের বিরুদ্ধে পৃথক মামলা দায়ের করা হয়েছে। রোববার তাদেরকে কারাগারে প্রেরণ করা হয়েছে। এদিকে শনিবার যৌথবাহিনী রোহিঙ্গা ক্যাম্পে অভিযান চালিয়ে আটককৃত বাকী ৮জনকে জিজ্ঞাসাবাদ শেষে ছেড়ে দেয়া হয় বলে জানা গেছে।

 

প্রকাশ :অক্টোবর ২৯, ২০১৭ ৭:০৩ অপরাহ্ণ