৭ই এপ্রিল, ২০২৫ ইং | ২৪শে চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ | বিকাল ৫:১২
ব্রেকিং নিউজ

চবিতে ভর্তি পরীক্ষায় প্রক্সি দিতে এসে আটক ৫

চট্টগ্রাম প্রতিবেদক :

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) চলমান ২০১৭-১৮ শিক্ষাবর্ষের ‘এ’ ইউনিটের (বিজ্ঞান অনুষদ) স্নাতক ভর্তি পরীক্ষায় প্রক্সি দিতে এসে পাঁচ শিক্ষার্থী আটক হয়েছে।রোববার বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা কেন্দ্র থেকে তাদের আটক করে পুলিশে সোপর্দ করা হয়েছে।

চবি প্রক্টর মো. আলী আজগর চৌধুরী ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ভর্তি পরীক্ষায় একজনের হয়ে আরেকজন পরীক্ষা দেওয়ার সময় বিশ্ববিদ্যালয় প্রশাসন পাঁচ শিক্ষার্থীকে আটক করেছে। পরে তাদের পুলিশের নিকট সোপর্দ করা হয়। তাৎক্ষণিকভাবে আটককৃতদের নাম পরিচয় জানানো হয়নি।

দৈনিক দেশজনতা /এন আর

প্রকাশ :অক্টোবর ২৯, ২০১৭ ৭:০৬ অপরাহ্ণ