নিজস্ব প্রতিবেদক:
বাংলাদেশ ইস্পাত ও প্রকৌশল কর্পোরেশনে (বিএসইসি) সম্পূর্ণ বিধি বর্হিভূতভাবে ২৯ কর্সচারীকে সরাসরি নিয়োগ দেয়ার প্রমাণ পেয়েছে সংসদীয় কমিটি। নিয়োগকৃত এসব কর্মচারীদের বেতনভাতা বাবদ প্রতিমাসে ৪৮ লাখ ৬০ হাজার ৩৪০ টাকা ব্যয় হচ্ছে। এজন্য ক্ষোভ প্রকাশ করেছে সংসদীয় কমিটি।
রোববার জাতীয় সংসদ ভবনে অনুষ্ঠিত শিল্প মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির ১৯তম বৈঠকে এ ক্ষোভ প্রকাশ করা হয়। কমিটির সভাপতি ওমর ফারুক চৌধুরীর সভাপতিত্বে কমিটির সদস্য মো. আব্দুর রাজ্জাক এবং আবুল কালাম মো. আহ্সানুল হক চৌধুরী বৈঠকে উপস্থিত ছিলেন। ভবিষ্যতে যাতে এ ঘটনার পুনরাবৃত্তি না ঘটে এবং অডিট আপত্তি না হয় সে বিষয়ে মন্ত্রণালয়কে সুপারিশ করেছে কমিটি। বৈঠক শেষে কমিটির সভাপতি ওমর ফারুক এ তথ্য জানান। কমিটি বিসিআইসির সারের বিষয়ে অনিয়ম, বিসিআইসির জিএম গ্রেফতার সংক্রান্ত নথিগুলো দুদককে প্রেরণ এবং এ বিষয়ে দুদককে বিশেষভাবে তদন্তের সুপারিশ করে।
বৈঠকে শিল্প মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব, বাংলাদেশ ইস্পাত ও প্রকৌশল কর্পোরেশনের চেয়ারম্যান, লেজিসলেটিভ ও সংসদ বিষয়ক বিভাগের প্রতিনিধিসহ মন্ত্রণালয় ও জাতীয় সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
দৈনিক দেশজনতা/এন এইচ
Daily Deshjanata দেশ ও জনতার বলিষ্ঠ কণ্ঠস্বর

