১৮ই জানুয়ারি, ২০২৫ ইং | ৪ঠা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | সন্ধ্যা ৭:১২

আফগানিস্তানে তালেবান হামলায় নিহত ১৩

আন্তর্জাতিক ডেস্ক :

আফগানিস্তানের কুন্দুজ প্রদেশে পুলিশের একটি তল্লাশি চৌকিতে তালেবানদের হামলায় ১৩ পুলিশ সদস্য নিহত হয়েছে। রোববার খান আবাদ জেলার ওই তল্লাশি চৌকিতে এ হামলার ঘটনা ঘটে।

খান আবাদ জেলার প্রধান পুলিশ কর্মকর্তা হায়াতুল্লাহ আমেরি জানিয়েছেন, তালেবানদের হামলার কবল থেকে মাত্র একজন পুলিশ সদস্য পালিয়ে আসতে সক্ষম হয়েছে। তালেবানের মুখপাত্র জাবিহউল্লাহ মুজাহিদ এই হামলার দায় স্বীকার করেছেন।

চলতি মাসে আফগানিস্তানের বিভিন্ন স্থানে একাধিক হামলা চালিয়েছে তালেবান। এসব হামলায় এ পর্যন্ত দুই শতাধিক লোক নিহত হয়।

প্রসঙ্গত, ২০১৪ সালে যুক্তরাষ্ট্র ও ন্যাটো জোট আফগানিস্তানে তাদের অভিযানের সমাপ্তি ঘোষণা করে। এরপর থেকেই দেশটিতে নতুন করে তালেবান হামলা শুরু হয়। সম্প্রতি যুক্তরাষ্ট্র দেশটিতে নতুন করে অভিযানের ঘোষণা দিয়েছে।

প্রকাশ :অক্টোবর ২৯, ২০১৭ ৬:৫৮ অপরাহ্ণ