২৪শে নভেম্বর, ২০২৪ ইং | ৯ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ | সকাল ৮:২০

রাবিতে আইটি পার্ক

নিজস্ব প্রতিবেদক

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) আইটি পার্ক নির্মাণের দাবি জানিয়েছে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের নেতাকর্মীরা। মঙ্গলবার দুপুরে বিশ্ববিদ্যালয় উপাচার্য অধ্যাপক আব্দুস সোবহানের কাছে এক স্মারকলিপি প্রদানের মাধ্যমে এ দাবি জানান তারা। স্মারকলিপিতে আইটি পার্ক নির্মাণসহ ক্যাম্পাসের শিক্ষার পরিবেশ সৃষ্টিতে মোট ২৪ দাবি জানানো হয়।

 স্মারক লিপিতে উল্লেখ করা হয়, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি উন্নয়নে প্রধানমন্ত্রীর তথ্য ও যোগাযোগ প্রযুক্তি উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়ের নামানুসারে ক্যাম্পাসে একটি আইটি পার্ক প্রতিষ্ঠা করতে হবে।এছাড়া প্রধান প্রধান দাবির মধ্যে সান্ধ্য আইন বাতিল, শিক্ষার্থীদের সার্বিক নিরাপত্তা বৃদ্ধি, ক্যাম্পাসে বহিরাগতদের অবাধ প্রবেশ বন্ধ, শিক্ষা ও গবেষণা খাতে বরাদ্দ বৃদ্ধি, শিক্ষার্থীদের আবাসিক সমস্যা নিরসনে শহীদ এ.এইচ.এম কামারুজ্জামান হল, শেখ হাসিনা হল, শেখ রাসেল হল নির্মাণের দাবি জানান তারা।এদিকে নবনির্মিত বুদ্ধিজীবী স্মৃতিফলকে বঙ্গবন্ধুর প্রতিকৃতি সংস্কার, বঙ্গবন্ধুসহ জাতীয় চার নেতার প্রতিকৃতি স্থাপন করার দাবিও উল্লেখ করা হয়।অন্যদিকে অভিযুক্ত ছাত্র শিবিরের হাতে নিহত ছাত্রলীগ নেতা ফারুকের স্মৃতিফলক স্থাপন ও বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক এস এম তৌহিদ আল হাসান তুহিন, কেন্দ্রীয় ছাত্রলীগ নেতা তন্ময়ানন্দ অভি, হল শাখা সভাপতি মামুন অর রশীদ ও কর্মী শাপলা সুলতানার বহিষ্কারাদেশ প্রত্যাহারের দাবি জানান তারা।

n/h =ddj

প্রকাশ :মে ১৬, ২০১৭ ৪:০০ অপরাহ্ণ