তথ্যপ্রযুক্তি ডেস্ক
অনলাইন শ্রেণিবদ্ধ বাজারের বিরুপ অবস্থা এবং কোম্পানিকে টেকসই ও লাভজনক করতে না পারায় অনলাইন শ্রেণিবদ্ধ মার্কেটপ্লেস এখানেই ডট কম বুধবার থেকে বাংলাদেশে বন্ধ হচ্ছে। নরওয়ের প্রতিষ্ঠান শিবস্টেড, নেসপারস এবং টেলিনরের যৌথ মালিকানায় পরিচালিত এই প্রতিষ্ঠান বন্ধের ঘোষণা আজ মঙ্গলবার টেলিনরের অফিসিয়াল ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে।এখানেই ডট কমের সকল কর্মী তাদের কোম্পানি পলিসি অনুযায়ী যাবতীয় দেনা-পাওনা, ভাতা এবং অন্যান্য সুবিধা পাবেন বলেও ওয়েবসাইটে উল্লেখ করা হয়েছে।গত বৃহস্পতিবার টেলিনর ঘোষণা দিয়েছিল, অনলাইন শ্রেণিবদ্ধ মার্কেটপ্লেসের বিষয়ে প্রতিষ্ঠানটি শিবস্টেডের সঙ্গে একটি চুক্তি করতে যাচ্ছে। যে চুক্তির ফলে টেলিনর ল্যাটিন আমেরিকায় যৌথ উদ্যোগ (এসএনটি) থেকে সরে আসে এবং মালয়েশিয়া, ভিয়েতনাম ও মিয়ানমারের যৌথ উদ্যোগে শিবস্টেডের শেয়ার নিয়ে নেয়।উল্লেখ্য, ২০০৬ সালে ‘সেলবাজার ডটকম’ নামে যাত্রা শুরু করে এই অনলাইন শ্রেণিবদ্ধ মার্কেটপ্লেসটি। এরপর ২০১৪ সালে এখানেই ডট কম নামে নতুন ভাবে যাত্রা শুরু করে প্রতিষ্ঠানটি।
n/h =ddj
Daily Deshjanata দেশ ও জনতার বলিষ্ঠ কণ্ঠস্বর

