১৯শে জানুয়ারি, ২০২৫ ইং | ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | সন্ধ্যা ৬:২১

কক্সবাজারের পথে খালেদা জিয়া

নিজস্ব প্রতিবেদক:

রোহিঙ্গা শরণার্থী শিবির পরিদর্শন এবং ত্রাণ বিতরণ উপলক্ষ্যে চট্টগ্রাম থেকে কক্সবাজারের উদ্দেশে রওনা দিয়েছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। রোববার দুপুর সোয়া ১২টার দিকে চট্টগ্রাম সার্কিট হাউজ থেকে তাকে বহনকারী গাড়িবহর রওনা দেয়। এর আগে গতকাল শনিবার সকালে ঢাকা থেকে সড়ক পথে রওনা হয়ে রাত ১০টার দিকে খালেদা জিয়া চট্টগ্রাম পৌঁছান। এরপর তিনি চট্টগ্রাম সার্কিট হাউজে রাত্রিযাপন করেন।

চট্টগ্রাম যাওয়ার পথে বেগম খালেদা জিয়ার গাড়িবহরটি ফেনীতে প্রবেশের সময় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ফেনী সদরের ফতেহপুরে হামলা ও ভাংচুরের ঘটনা ঘটে। এতে একাত্তর টিভির প্রতিবেদক শফিক আহমদ, বৈশাখী টিভির প্রতিবেদক গোলাম মোরশেদ ও ডিবিসি’র ক্যামেরাপারসন আপনসহ বেশ কয়েকজন আহত হন। হামলায় একাত্তর টিভি, বৈশাখী টিভি, চ্যানেল আই ও ডিবিসি টিভি’র গাড়িসহ সাংবাদিক ও বিএনপি নেতাদের বহনকারী ৮-১০টি গাড়ি ক্ষতিগ্রস্ত হয়। ফেনীতে যাত্রাবিরতি শেষে চট্টগ্রামের উদ্দেশে রওনা হন বিএনপি চেয়ারপারসন। পথে রাত পৌনে আটটার দিকে মিরসরাই এলাকায় ফের গাড়িবহরে হামলার ঘটনা ঘটে। মিরসরাই এলাকায় পৌঁছালে ইট ছুড়ে এনটিভি’র গাড়ির দু’দিকের গ্লাস ভেঙে দেওয়া হয়।

জানা গেছে, রোববার বিকেলে কক্সবাজার সার্কিট হাউজে পৌঁছবেন খালেদা জিয়া। এরপর সেখানে তিনি রাত্রিযাপন করবেন। সোমবার সকাল থেকে দুপুর পর্যন্ত বেগম খালেদা জিয়া রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করে তাদের মধ্যে ত্রাণ সহায়তা দিবেন। এরপর আবার কক্সবাজার সার্কিট হাউজে বিশ্রাম শেষে চট্টগ্রাম সার্কিট হাউজের উদ্দেশে যাত্রা শুরু করবেন বেগম খালেদা জিয়া। সেখানে রাত্রিযাপন শেষে পরদিন মঙ্গলবার চট্টগ্রাম সার্কিট হাউস থেকে যথারীতি ফেনী হয়ে ঢাকার উদ্দেশে রওনা দিবেন তিনি।

দৈনিকদেশজনতা/ আই সি

প্রকাশ :অক্টোবর ২৯, ২০১৭ ১:০৩ অপরাহ্ণ