আন্তর্জাতিক ডেস্ক:
বাংলাদেশে পালিয়ে যাওয়া ‘বাঙালীদের’ যখন আবারো গ্রহণ করা হবে তখন এর অর্থ হবে আমরা মিয়ানমার থেকে পালিয়ে যাওয়া মানুষদের গ্রহণ করছি। তাদেরকে মিয়ানমারের নাগরিক হিসেবে গ্রহণ করছি না বলে মন্তব্য করেছেন মিয়ানমারের অভিবাসন, শ্রম ও জনশক্তি বিষয়ক কেন্দ্রীয় মন্ত্রী থেইন সোয়ে। মিয়ানমার পার্লামেন্টের উচ্চকক্ষের এক বৈঠকে দেশটির অভিবাসন মন্ত্রী বলেন, রাখাইন থেকে পালিয়ে বাংলাদেশে আশ্রয় নেয়া লোকদের ফিরিয়ে আনার অর্থ তাদেরকে মিয়ানমারের নাগরিকত্ব দেয়া নয়। ইলেভেন মিয়ানমার নামে একটি অনলাইনের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
মন্ত্রী থেইন সোয়ে বলেন, আমরা ‘বাঙালী’দেরকে গ্রহণ করছি যারা সহিংসতার জন্য বাংলাদেশে পালিয়ে গিয়েছিল। এখানে তাদেরকে মিয়ানমারের নাগরিকত্ব দেয়া হচ্ছে না। যারা মিয়ানমারে ফিরে আসতে চাইবে তাদের কাছে অবশ্যই ‘যাচাইকরণ প্রক্রিয়ার কার্ড’ থাকতে হবে। এক্ষেত্রে আমরা প্রতিদিন প্রায় দেড়শো লোককে ‘চেক’ করার পরিকল্পনা করেছি। পরিস্থিতি বিবেচনায় এই সংখ্যা বাড়তে বা কমতে পারে। দুই দেশের মধ্যে এই নীতিই ভিত্তি হিসেবে কাজ করবে।
দৈনিকদেশজনতা/ আই সি