২২শে নভেম্বর, ২০২৪ ইং | ৭ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ | রাত ২:৪৮

রোহিঙ্গাদের হামলায় আহত ৪, নিখোঁজ-৫ অস্ত্রসহ আটক-১০

কায়সার হামিদ মানিক, উখিয়া (কক্সবাজার) প্রতিনিধি :

উখিয়ার বালুখালী ক্যাম্পে রোহিঙ্গাদের হামলায় স্থানীয় ৪ ব্যক্তি গুরুতর আহত হয়েছে। এছাড়া নিখোঁজ রয়েছে ৫ ব্যক্তি। এ ঘটনায় বালুখালী এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে। এ ঘটনায় শুক্রবার দিবাগত রাতে বালুখালী রোহিঙ্গা ক্যাম্পে যৌথ বাহিনী অভিযান চালিয়ে ২টি অস্ত্র সহ ১০ রোহিঙ্গাকে আটক করে। আটককৃতরা হলেন, কুতুপালং ক্যাম্প তেলীপাড়া এলাকার মোহাম্মদ কাছিমের পুত্র মোহাম্মদ রফিক (৩২), সুলতান আহমদের পুত্র মোহাম্মদ ইসমাইল (২৭), নুর মোহাম্মদ পুত্র মো: ইউনুছ, বালুখালী থেকে নুরুল বশর (৩০) ও ইলিয়াস (২৮), জাফর আলমের পুত্র মোহাম্মদ রফিক উদ্দিন (২০) সংবাদ লেখাখালীন বাকীদের নাম জানা যায়নি। এসময় তাদের কাছ থেকে গুলিসহ ২টি দেশীয় তৈরী এলজি উদ্ধার করা হয়। প্রত্যক্ষদর্শী বেদার উদ্দিন জানায়, শুক্রবার রাত ১২টার দিকে বালুখালী ক্যাম্পের জি-২৭ থেকে ৫জন, এ ব্লক থেকে ১ থেকে ৩ জন, এ-৭ থেকে ২ দুজন সহ মোট ১০ জনকে অস্ত্রসহ আটক করে যৌথ বাহিনী। বালুখালী ক্যাম্পের লালু মাঝি জানান, রোহিঙ্গা শিবিরে ডাকাত পড়েছে বলে মসজিদের মাইকে ঘোষণা দেওয়া হয়। রোহিঙ্গারা পরিকল্পিতভাবে হামলা চালিয়ে ৪জন টিউবওয়েল মিস্ত্রিকে হামলা করে গুরুত্বর জখম করে। পরে আহতদের উদ্ধার করে হাসপাতালে প্রেরণ করা হয় বলেও তিনি জানান। উখিয়া থানার অফিসার ইনচার্জ মো: আবুল খায়ের ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, গতরাতে উখিয়ার বালুখালী রোহিঙ্গা ক্যাম্পের ভিতরে একটি মসজিদে থাকা স্থানীয় ৪জন টিউবওয়েল মিস্ত্রিকে ১০/১২জনের একটি রোহিঙ্গা গ্রুপ ব্যাপক মারধর করে। খবর পেয়ে পুলিশ গিয়ে এসব টিউবওয়েল মিস্ত্রিদের ক্যাম্প থেকে উদ্ধার করে হাসপাতালে প্রেরণ করে। শনিবার কমিউনিটি পুলিশিং ডে’২০১৭ নিয়ে ব্যস্ত থাকায় বিকেল ৫ টা পর্যন্ত আটককৃতদের বিষয়ে তেমন কোন তথ্য জানাতে পারেননি ওসি। এদিকে সংবাদ লেখাকালীন আটককৃতদের উখিয়া কলেজে সেনাবাহিনীর অস্থায়ী ক্যাম্পে জিজ্ঞাবাদ চলছে।

দৈনিক দেশজনতা/এন এইচ

প্রকাশ :অক্টোবর ২৮, ২০১৭ ৮:০৫ অপরাহ্ণ