১৯শে জানুয়ারি, ২০২৫ ইং | ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | বিকাল ৩:০৬

পাবিপ্রবিতে ভর্তি পরীক্ষায় ডিজিটাল জালিয়াতি: আটক ৮

নিজস্ব প্রতিবেদক:

শুক্রবার পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে প্রথমবর্ষের পরীক্ষায় ইলেক্ট্রনিক্স ডিভাইসের মাধ্যমে পরীক্ষার্থীদের সহযোগিতা করার প্রাক্কলে ৮ জন কে আটকের পর ভ্রাম্যমাণ আদালত বিভিন্ন মেয়াদে সাজা প্রদান করেছে। তাদের কাছ থেকে পুলিশ ১৩টি ইলেক্ট্রনিক্স ডিভাইস ও সরঞ্জামাদি উদ্ধার করেছে।

সন্ধ্যায় সদর থানার অফিসার ইনচার্জ (ওসি ) আব্দুর রাজ্জাক এ তথ্য নিশ্চিত করে জানান, শহরের বিভিন্নস্থান থেকে তাদের গ্রেফতার করে ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হলে নির্বাহী ম্যাজিস্ট্রেট ইয়ামিন মনিরা তাদের বিভিন্ন মেয়াদে সাজা প্রদান করে জেল হাজতে প্রেরণ করেছেন।

দৈনিক দেশজনতা /এন আর

প্রকাশ :অক্টোবর ২৭, ২০১৭ ৯:০৫ অপরাহ্ণ