আন্তর্জাতিক ডেস্ক:
ভারতের কংগ্রেস নেত্রী সোনিয়া গান্ধী হঠাৎ অসুস্থ হয়ে পড়েছেন। তকে শিমলা থেকে দ্রুত দিল্লিতে ফিরিয়ে এনে হাসপাতালে ভর্তি করা হয়েছে। কংগ্রেস নেত্রীকে বর্তমানে চিকিৎসকদের পর্যবেক্ষণে রাখা হয়েছে বলে জানিয়েছে দলীয় সূত্র। কংগ্রেসের ৭০ বছর বয়সী এই নেত্রী দীর্ঘদিন ধরে স্বাস্থ্য জটিলতায় ভুগছিলেন। তিনি বেশ কয়েকবার যুক্তরাষ্ট্রে গিয়ে চিকিৎসাও নিয়েছেন।
দলীয় সূত্র জানিয়েছে, হিমাচল প্রদেশে নির্বাচনী প্রচারণায় অংশ নিতে যান সোনিয়া গান্ধী। শিমলায় বিশ্রাম নিচ্ছিলেন তিনি। সেখানেই হঠাৎ অসুস্থ হয়ে পড়েন কংগ্রেস নেত্রী।
ভারতের যে কয়েকটি রাজ্যে এখনো কংগ্রেস সরকার রয়েছে তার মধ্যে হিমাচল প্রদেশ একটি। আগামী ৮ নভেম্বর সেখানে বিধানসভা নির্বাচন অনুষ্ঠানের কথা রয়েছে। ফল প্রকাশিত হবে ১৮ ডিসেম্বর। রাহুল গান্ধীই এখন ভারতের প্রভাবশালী দলটির নেতৃত্ব দিচ্ছেন।
দৈনিক দেশজনতা /এন আর