১৯শে জানুয়ারি, ২০২৫ ইং | ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | দুপুর ১২:১৬

মমতা ব্যানার্জিকে ডিলিট দিচ্ছে কলকাতা বিশ্ববিদ্যালয়

আন্তর্জাতিক ডেস্ক:

ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে সম্মানসূচক ডিলিট ডিগ্রি দিচ্ছে কলকাতা বিশ্ববিদ্যালয়। আগামী ১১ জানুয়ারি নজরুল মঞ্চে বিশ্ববিদ্যালয়ের সমাবর্তনে তাকে এই সম্মাননা দেওয়া হবে।

বিশ্ববিদ্যালয় সূত্র জানায়, সমাজসেবা, সাহিত্য ও শিল্প ক্ষেত্রে অবদানের জন্য সিন্ডিকেটের বৈঠকে মুখ্যমন্ত্রীকে সম্মানসূচক ডিলিট দেওয়ার প্রস্তাব করেন স্কুল সার্ভিস কমিশনের চেয়ারম্যান সদস্য সুবীরেশ ভট্টাচার্য। তিনি বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেটের সদস্যও। তাকে সমর্থন করেন রামকৃষ্ণ মিশনের বিএড কলেজের অধ্যক্ষ স্বামী তত্ত্বসরানন্দ। এরপর সভায় প্রস্তাবটি পাশ হয়। পরে এটি সিনেটেও পাশ হয়।

২০০৭ সালে কলকাতা বিশ্ববিদ্যালয়ের বিশেষ সমাবর্তন অনুষ্ঠানে সিনেট হলে রাজ্যের সাবেক মুখ্যমন্ত্রী জ্যোতি বসুকে ‘ডক্টর অব ল’ ডিগ্রি দেওয়া হয়েছিল। ওই সময়ে তিনি রাজ্যের মুখ্যমন্ত্রী পদে ছিলেন না। তখন মুখ্যমন্ত্রী ছিলেন বুদ্ধদেব ভট্টাচার্য।

দৈনিক দেশজনতা /এন আর

 

 

প্রকাশ :অক্টোবর ২৭, ২০১৭ ৬:৩৭ অপরাহ্ণ