২৩শে নভেম্বর, ২০২৪ ইং | ৮ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ | সকাল ৮:১৯

চবিতে ডিজিটাল জালিয়াতির চেষ্টা, ছাত্রলীগ নেতাসহ দুজন বহিষ্কার

নিজস্ব প্রতিবেদক:

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) দুই শিক্ষার্থীকে ভর্তি পরীক্ষায় জালিয়াতি চক্রের সঙ্গে সংশ্লিষ্টতার দায়ে সাময়িক বহিষ্কার করেছে কর্তৃপক্ষ।বিষয়টি নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর আলী আজগর চৌধুরী।

বহিষ্কৃতরা হলেন- বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের ২০১২-১৩ শিক্ষাবর্ষের শিক্ষার্থী শরীফুল ইসলাম নাজমুল ও মার্কেটিং বিভাগের ২০১০-১১ শিক্ষাবর্ষের শিক্ষার্থীএইচএমজি ইশতিয়াক আহমেদ। তাদের ভর্তি পরীক্ষায় জালিয়াতির কাজে ব্যবহৃত ডিজিটাল ডিভাইসসহ আটক করেছিল পুলিশ।

নাজমুলকে গত বুধবার নগরীর অক্সিজেন এলাকা থেকে ডিভাইসসহ আটক করে বায়েজিদ বোস্তামি থানা পুলিশ। তার দেওয়া তথ্যের ভিত্তিতে বৃহস্পতিবার রাতে ছাত্রলীগ নেতা ইশতিয়াককেও ডিজিটাল ডিভাইসসহ আটক করা হয়।

ইশতিয়াক বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের স্থগিত কমিটির সহসম্পাদক ও একই কমিটির সাধারণ সম্পাদক ফজলে রাব্বী সুজনের অনুসারী হিসেবে পরিচিত।

দৈনিক দেশজনতা /এন আর

প্রকাশ :অক্টোবর ২৭, ২০১৭ ৭:০৩ অপরাহ্ণ