২৩শে নভেম্বর, ২০২৪ ইং | ৮ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ | ভোর ৫:২৩

বিশ্বমানের ডাই-মোল্ড তৈরি করছে ওয়ালটন

বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক :

ইলেকট্রনিক্স ও ইলেকট্রিক্যাল পণ্য তৈরিতে ব্যবহৃত ডাই-মোল্ড দেশেই তৈরি করছে দেশের ইলেকট্রনিক্স জায়ান্ট ওয়ালটন।এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গাজীপুরে ওয়ালটনের নিজস্ব কারখানায় ম্যানুফ্যাকচারিং শিল্পের এ কাঁচামাল তৈরি করে বছরে তাদের সাশ্রয় হচ্ছে শতাধিক কোটি টাকার বৈদেশিক মুদ্রা। নিজেদের চাহিদা মিটিয়ে তা অন্যান্য শিল্প প্রতিষ্ঠানে সরবরাহের পাশাপাশি রপ্তানিতেও সক্ষম তারা।

ওয়ালটন ২০০৭ সাল থেকে উচ্চ মানসম্পন্ন প্লাস্টিক ও মেটাল যন্ত্রাংশের মোল্ড ও ডাই তৈরি করছে।

ওয়ালটনের সিনিয়র অপারেটিভ ডিরেক্টর উদয় হাকিম বলেন, ডাই-মোল্ড হচ্ছে ম্যানুফ্যাকচারিং শিল্পের বেসিক মেশিনারিজ। এটা সবার থাকে না, শিল্প মালিকরা সাধারণত এসব আউটসোর্সিং করে থাকেন। কিন্তু ওয়ালটন নিজেরাই ডাই-মোল্ড তৈরি করছে।

ওয়ালটন নিজেরাই মোল্ড ও ডাই তৈরি করায় পণ্যের মানোন্নয়নে ও ডিজাইনে বৈচিত্র্য আনতে সক্ষম হয়েছে। ফলে স্থানীয় বাজারে তিন দরজা বিশিষ্ট বিদ্যুৎ সাশ্রয়ী ইনভার্টার নন-ফ্রস্ট ও ফ্রস্ট ফ্রিজ, গ্লাস ডোর, ব্যাচেলরদের জন্য বিশেষ ফ্রিজ, সমান ডিপ ও সাধারণ অংশের (৫০-৫০ মডেল হিসেবে পরিচিত) ফ্রিজসহ অনেক বৈচিত্র্যময় ডিজাইনের ফ্রিজ ও অন্যান্য পণ্য গ্রাহকদের হাতে তুলে দিতে পেরেছে ওয়ালটন। এর ফলে উৎপাদন খরচও বহুলাংশে হ্রাস পেয়েছে।

দৈনিক দেশজনতা /এন আর

প্রকাশ :অক্টোবর ২৭, ২০১৭ ৬:২৩ অপরাহ্ণ