১৯শে জানুয়ারি, ২০২৫ ইং | ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | দুপুর ১২:৩৭

সড়ক দুর্ঘটনায় মিয়ানমারের কনসাল জেনারেল নিহত, আহত ৩

আন্তর্জাতিক ডেস্ক:

কলকাতায় সড়ক দুর্ঘটনায় মিয়ানমারের কনসাল জেনারেল পাই সু নিহত হয়েছেন । একইসঙ্গে তার স্ত্রী নাইওসহ তিনজন গুরুতর আহত হয়েছেন বলে জানা গেছে। শুক্রবার (২৭ অক্টোবর) ঝাড়খণ্ডের গিরিধি জেলায় একটি ট্রাকের সঙ্গে কনসাল জেনারেলের প্রাইভেটকারের মুখোমুখি সংঘর্ষ হলে হতাহতের এ ঘটনা ঘটে। ন্যাশনাল হাইওয়ে-২ এ সকাল সাড়ে ১০টার দিকে রাচি থেকে ১৮০ কিলোমিটার দূরে এ দুর্ঘটনা ঘটে।

দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আহতদের ডুমরিতে মিনা জেনারেল হাসপাতালে পাঠায়। তবে দুর্ঘটনায় ঘটনাস্থলেই মারা যান কনসাল জেনারেল পাই সু।

গিরিধি পুলিশ সুপারিনটেনডেন্ট অখিলেশ বি ওয়ারিয়র জানান, ট্রাকটি আটক করা হয়েছে। দুর্ঘটনার কারণ অনুসন্ধানে তদন্ত শুরু হয়েছে। ২০১৬ সালের ডিসেম্বরে কলকাতায় মিয়ানমারের কনসাল জেনারেল হিসেবে নিযুক্ত হন পাই সু।

দৈনিক দেশজনতা /এন আর

 

প্রকাশ :অক্টোবর ২৭, ২০১৭ ৫:৫০ অপরাহ্ণ