২১শে নভেম্বর, ২০২৪ ইং | ৬ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ | বিকাল ৫:১১

ভর্তি জালিয়াতির অভিযোগে আটক ২

নিজস্ব প্রতিবেদক:

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) চলমান ভর্তি পরীক্ষায় জালিয়াতির সঙ্গে জড়িত থাকার অভিযোগে এক ছাত্রলীগ নেতাসহ দুই জনকে আটক করেছে পুলিশ।

বৃহস্পতিবার রাতে চট্টগ্রাম মহানগরীর পাঁচলাইশ থানার বড় গ্যারেজ এলাকা থেকে এদের আটক করে বায়েজিদ বোস্তামি থানা পুলিশ। আটককৃতদের মধ্যে চবি ছাত্রলীগের সহ সম্পাদক ইসতিয়াক আহমেদ সৌরভ নামে একজনের নাম প্রকাশ করেছে পুলিশ। তদন্ত ও চলমান অভিযানের কারণে আটককৃত অপরজনের নাম প্রকাশ করা হচ্ছে না বলে জানিয়েছেন পাঁচলাইশ জোনের সিনিয়র সহকারী পুলিশ কমিশনার মোবাশ্বের হোসাইন।

পুলিশ জানায়, চবি ভর্তি পরীক্ষা শুরুর একদিন আগে গত মঙ্গলবার বায়েজিদ থানা এলাকা থেকে একটি ডিভাইসসহ ইংরেজি বিভাগের শিক্ষার্থী নাজমুল কবির নামে একজনকে আটক করা হয়। তার কাছ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে বৃহস্পতিবার রাতে ছাত্রলীগ নেতা ইশতিয়াক আহমেদ সৌরভসহ দুজনকে আটক করা হয়েছে। তাদের কাছ থেকে ব্লু-টুথ, হেয়ারিং ডিভাইসসহ মোট চারটি ডিভাইস এবং বেশ কয়েকটি ব্যাটারি পাওয়া গেছে। আটককৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলে জানিয়েছেন বায়েজিদ বোস্তামি থানার অফিসার ইনচার্জ (ওসি) আবুল কালাম আজাদ।

দৈনিক দেশজনতা/এন এইচ

প্রকাশ :অক্টোবর ২৭, ২০১৭ ২:২৭ অপরাহ্ণ