১৮ই জানুয়ারি, ২০২৫ ইং | ৪ঠা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | দুপুর ১:৫৭

ব্রা‏হ্মণবাড়িয়ায় ৫ ডাকাত আটক

নিজস্ব প্রতিবেদক:

ব্রা‏হ্মণবাড়িয়ার কসবা উপজেলায় এক বাড়িতে ডাকাতি করে পালানোর সময় পাঁচজনকে আটক করেছেন স্থানীয়রা। বৃহস্পতিবার দিবাগত রাত ২টার দিকে নোয়াপাড়া গ্রাম থেকে তাদের আটক করা হয়।

স্থানীয়রা জানায়, রাতে নোয়াপাড়া গ্রামের রবিউল্লা মিয়ার বাড়িতে একদল ডাকাত ঢুকে বাড়ির লোকজনদের হাত-পা বেঁধে স্বর্ণালঙ্কাকারসহ নগদ টাকা লুট করে পালানোর চেষ্টা করে। এসময় ভুক্তোভোগীদের চিৎকারে আশপাশের লোকজন বিষয়টি টের পেয়ে চারপাশ থেকে ডাকাতদের ঘিরে ফেলে পুলিশে খবর দেয়। পরে পুলিশ এসে পাঁচ ডাকাতকে আটক করে।

আটক ডাকাতদের বিরুদ্ধে বাড়ির মালিক রবিউল্লা মামলা দায়ের করেন বলে নিশ্চিত করেছেন কসবা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মহিউদ্দিন।

প্রকাশ :অক্টোবর ২৭, ২০১৭ ২:২৯ অপরাহ্ণ