নিজস্ব প্রতিবেদক:
বাংলাদেশে আশ্রয় নেয়া রোহিঙ্গাদের দেখতে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রোহিঙ্গা শিবির পরিদর্শনের সূচি চূড়ান্ত করা হয়েছে। গুলশান কার্যালয় সূত্রে এ তথ্য জানা গেছে।
সফর সূচি অনুযায়ী আগামী শনিবার সকাল ১০টায় গুলশানের বাসভবন থেকে চট্টগ্রামের উদ্দেশে সড়কপথে রওনা হবেন খালেদা জিয়া। ওই দিন দুপুরে ফেনী সার্কিট হাউজে যাত্রাবিরতি দেবেন বিএনপি চেয়ারপারসন।
এরপর সেখান থেকে বিকেলে যাত্রা করে রাতে চট্টগ্রাম সার্কিট হাউজে রাত্রিযাপন করবেন তিনি।
পরদিন রোববার (২৯ অক্টোবর) সকালে চট্টগ্রাম সার্কিট হাউজ থেকে যাত্রা শুরু করবেন খালেদা জিয়া। বিকেলে কক্সবাজার সার্কিট হাউজে পৌঁছবেন এবং সেখানে রাত্রিযাপন করনে।
সোমবার (৩০ অক্টোবর) সকাল থেকে দুপুর পর্যন্ত খালেদা জিয়া রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করবেন। এসময় তিনি কয়েকটি রোহিঙ্গা ক্যাম্পে ত্রাণও বিতরণ করবেন।
এরপর আবার কক্সবাজার সার্কিট হাউজে বিশ্রাম শেষে চট্টগ্রাম সার্কিট হাউজের উদ্দেশে যাত্রা শুরু করবেন খালেদা। সেখানে রাত্রিযাপন শেষে পরদিন মঙ্গলবার চট্টগ্রাম সার্কেট হাউস থেকে যথারীতি ফেনী হয়ে ঢাকার উদ্দেশে যাত্রা শুরু করবেন সাবেক এই প্রধানমন্ত্রী।