১৮ই জানুয়ারি, ২০২৫ ইং | ৪ঠা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | দুপুর ১:৫৯

নরসিংদীতে ফেন্সিডিলসহ গাড়ি অাটক

নিজস্ব প্রতিবেদক:

নরসিংদীর পাঁচদোনায় ৩০০০ বোতল ফেন্সিডিল সহ দামী গাড়ি অাটক করেছে পুলিশ। অন্যদিকে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের ‘সারা দিনের অর্জনকে’ নরসিংদী পুলিশের নিয়ে যাওয়া বলছেন গোয়েন্দা পুলিশের একজন জ্যেষ্ঠ কর্মকর্তা।

মহানগর গোয়েন্দা পুলিশের (উত্তর) জ্যেষ্ঠ সহকারী কমিশনার গোলাম সাকলাইন বলেন, বৃহস্পতিবার ঢাকায় গাড়িসহ মাদক ঢুকবে বলে খবর পেয়ে দুপুর দেড়টায় আমরা মাদকচক্রের সদস্যদের ধরতে অভিযান শুরু করেছিলাম। প্রায় পাঁচ ঘণ্টা টয়োটা রাস মডেলের একটি গাড়িকে ধাওয়া করি আমরা। মাদকচক্রটি ঢাকায় ঢুকতে না পেরে বিকালের দিকে ব্রাহ্মণবাড়িয়া হয়ে নরসিংদীর মাধবদী থানা এলাকায় গিয়ে ফেনসিডিলসহ গাড়ি রেখে অন্তত দুইজন পালিয়ে যায়। এরপর সেই মাদক ও গাড়ি ঘটনাস্থল থেকে উদ্ধার দেখায় নরসিংদী জেলা পুলিশ।

ওই সময় অভিযানে থাকা ডিবির দলটি ওই সব মাদক ও গাড়ি উদ্ধার করে ঢাকায় নিয়ে আসতে চাইলে নরসিংদী পুলিশ তাদের বাধা দেয় বলে নাম প্রকাশে অনিচ্ছুক গোয়েন্দা পুলিশের একজন জ্যেষ্ঠ কর্মকর্তার দাবি।

তিনি বলেন, ডিবির সারা দিনের অর্জনকে নরসিংদী জেলা পুলিশ নিজেদের করে দেখাতে চাইছে। এজন্য উদ্ধার মাদক ও গাড়ি ডিবির অভিযানে উদ্ধার হয়েছে, সেটা স্বীকার করতে চাইছে না।

এ বিষয়ে জানতে চাইলে নরসিংদীর পুলিশ সুপার আমেনা বেগম বলেন, ওই অভিযানের ৭৫ ভাগ ডিবির এবং ২৫ ভাগ নরসিংদী জেলা পুলিশের। নরসিংদী জেলার মধ্যে ফেনসিডিল ও গাড়ি পাওয়া গেছে বলে আইন অনুযায়ী নরসিংদী জেলা পুলিশ সেগুলো নিজেদের উদ্ধার হিসেবে দেখাবে।

এ ঘটনায় গাড়ির মালিক ও চালকসহ ২-৩ জনের নামে মামলার প্রস্তুতি চলছে বলে মাধবদী থানার ওসি মো. ইলিয়াস জানিয়েছেন।

দৈনিক দেশজনতা/এন এইচ

প্রকাশ :অক্টোবর ২৭, ২০১৭ ১০:২৬ পূর্বাহ্ণ