১৮ই জানুয়ারি, ২০২৫ ইং | ৪ঠা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | দুপুর ১২:৪১

ঝিনাইদহ মাঝদিয়া গ্রামের ব্রীজ ভেঙ্গে চলাচলের অনুপোযোগী

নিজস্ব প্রতিবেদক:

ঝিনাইদহ কালীগঞ্জ উপজেলার বারবাজার ইউনিয়নের মাজদিয়া গ্রামের ক্যানেলের ব্রীজটি ভেঙ্গে চলাচলের অনুপোযোগী হয়ে পড়েছে। এতে যান চলাচলে মারাত্নক ভাবে ঝুকি হয়ে পড়েছে। এলাকার মানুষ এটা কে লাল ব্রীজ বলে প্রচার করে।কালীগঞ্জ উপজেলার মাজদিয়া কাউদিয়া- সুবার্ণসারা, নাটুয়াপাড়া- কিসমত- লেবুতলার গ্রামারে মানুষের একমাত্র চলাচলের সংযোগ সেতু।প্রতিদিন শত শত মানুষ লাল ব্রীজের উপর দিয়ে চলাচল করে থাকে ।

এই ব্রীজ দিয়ে বারবাজার থেকে মাজদিয়া হয়ে সুবার্ণসারা সহ যশোর, লেবুতলা- খাজুরা বাজারে সরাসরি বিভিন্ন ধরনের গাড়ি যাতায়াত করে প্রতিদিন।

এ ছাড়াও মালবাহী ছোট-বড় পরিবহন চলাচল আছেই। বেশ কিছু দিন যাবৎ ধ্বসে পড়া ব্রীজটি যে কোন সময় ভেঙ্গে পড়তে পারে। ঘটতে পারে প্রান হানির মত বড় ধরনের দুর্ঘটনা।ব্রীজ টি এলাকার জনপ্রতিনিধিরা দেখার পর তারা দেখভাল করছে। বিশেষ করে ভারি কোন যানবাহন চলাচল করতে পারছে না। ঐলাকাবাসি বলছে তারা সংশ্লিষ্ট বিভাগের কর্মকর্তাদের কাছে বিষয়টি বলার পর ও তারা আমলে নিচ্ছে না।

[contact-form][contact-field label=”Name” type=”name” required=”true” /][contact-field label=”Email” type=”email” required=”true” /][contact-field label=”Website” type=”url” /][contact-field label=”Message” type=”textarea” /][/contact-form] [contact-form][contact-field label=”Name” type=”name” required=”true” /][contact-field label=”Email” type=”email” required=”true” /][contact-field label=”Website” type=”url” /][contact-field label=”Message” type=”textarea” /][/contact-form] [contact-form][contact-field label=”Name” type=”name” required=”true” /][contact-field label=”Email” type=”email” required=”true” /][contact-field label=”Website” type=”url” /][contact-field label=”Message” type=”textarea” /][/contact-form] [contact-form][contact-field label=”Name” type=”name” required=”true” /][contact-field label=”Email” type=”email” required=”true” /][contact-field label=”Website” type=”url” /][contact-field label=”Message” type=”textarea” /][/contact-form]
প্রকাশ :অক্টোবর ২৭, ২০১৭ ১০:২২ পূর্বাহ্ণ