নিজস্ব প্রতিবেদক:
রাজধানীর মেরুল বাড্ডায় একটি চায়ের দোকানে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে চারজন দগ্ধ হয়েছেন। এদের মধ্যে সামান্য দগ্ধ দুইজন প্রাথমিক চিকিৎসা নিয়ে বাড়ি ফিরে গেছেন।
বৃহস্পতিবার (২৬ অক্টোবর) রাত ৯টার দিকে মেরুল বাড্ডার ডিআইটি প্রজেক্ট এলাকায় এই বিস্ফোরণ ঘটে।
দগ্ধরা হলেন চা দোকানি আবুল খায়ের, মো. বাহার, আয়নাল ও অজ্ঞাতনামা একজন।
ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (এসআই) বাচ্চু মিয়া বিষয়টি নিশ্চিত করেছেন।
দগ্ধ আবুল খায়েরের বরাত দিয়ে এসআই বাচ্চু মিয়া জানান, দোকানে চা বানানোর সময় হঠাৎ গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে তারা দগ্ধ হন। প্রথমে স্থানীয় একটি হাসপাতালে প্রাথমিক চিকিৎসার পর তাদের ঢামেক হাসপাতালের বার্ন ইউনিটে আনা হয়। দগ্ধদের মধ্যে খায়েরের দেহের ১৫ শতাংশ, বাহারের ১০ শতাংশ ও আয়নালের ৫ শতাংশ পুড়ে গেছে।