১৯শে জানুয়ারি, ২০২৫ ইং | ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | দুপুর ২:৫৮

এবারের বিপিএলও খেলা হচ্ছেনা মোস্তাফিজের

স্পোর্টস ডেস্ক:

দুর্ভাগ্য মনে হয় একেই বলে। বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) গত আসরের পুরোটাই দেখতে হয়েছে ডাগ আউটে বসে। ইনজুরির কারণে খেলতে পারেননি গোটা আসরে। এক বছর পর বিপিএলের পঞ্চম আসরেও খেলা হচ্ছেনা দেশের বিস্ময় পেসার মোস্তাফিজুর রহমানের। দক্ষিণ আফ্রিকা থেকে বয়ে আনা ইনজুরি কাটিয়ে উঠতে এখনও একমাস সময় লাগবে তার। শেষ দিকে খেলার সুযোগ থাকলেও ঝুঁকি না নিতেই পরামর্শ দিয়েছেন বিসিবির প্রধান চিকিৎসক দেবাশীষ চৌধুরী। তাই ৪ নভেম্বর শুরু বিপিএলে মোস্তাফিজকে ছাড়াই নামতে হচ্ছে রাজশাহী কিংসকে।

মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে বৃহস্পতিবার বিসিবি চিকিৎসকের সঙ্গে দেখা করতে আসেন মোস্তাফিজ। দেশে ফিরেছেন গেলো সোমবার। এরপর কাটার মাস্টার জানালেন নিজের ইনজুরির কথা। মোস্তাফিজের কথায়, ‘কবে ফিরতে পারবো জানিনা। কারণ আরও দুই সপ্তাহ পর আমার রিহ্যাব শুরু হবে। এখনও ফোলা রয়েছে।’ প্রায় একই কথা বলছেন বিসিবি চিকিৎসক দেবাশীষও, ‘গতকাল থেকে আমরা ফিজিওথেরাপি দেওয়া শুরু করেছি। প্রথম দিনে উন্নতি বেশ ভালো। ক্লিনিক্যালি উন্নতি হলেও স্ক্যান রিপোর্ট বলছে এটা গ্রেড ২ ইনজুরি। তো আমরা অবশ্যই সাবধানতা অবলম্বন করবো। আগামী দুইদিন শরীরের ওজনটা অল্প পরিমানে বহন করবে। ফিজিওথেরাপি চলবে। সম্পূর্ণ ইনজুরিমুক্ত না হয়ে খেললে এ ইনজুরিতে আবার পড়তে পারে। এ জন্য বিপিএল না খেলতেই পরামর্শ দিচ্ছি।’

হয়তো বিপিএলের মাঝামাঝি সময়ে সুস্থ্য হয়ে উঠবেন মোস্তাফিজ। এরপর খেলবেন কিনা বিষয়টি মোস্তাফিজের উপরই ছেড়ে দিয়েছেন বিসিবি চিকিৎসক। তবে সম্পূর্ণ সুস্থ না হয়ে খেলার পক্ষে মত দিচ্ছেন না তিনি, ‘ওর ইনজুরির আজকে ১৩তম দিন। আরও দুই সপ্তাহ বিশ্রাম নেবে। সেক্ষেত্রে এক মাস এ ইনজুরি থেকে সেরে ওঠার জন্য বেশ ভালো সময়। তবে এই এক মাস কিন্তু ও অনুশীলনের বাইরে। সেক্ষেত্রে বেশ কিছুদিন সময় দিতে হবে রিহ্যাবের জন্য। এখন এটা নির্ভর করবে মোস্তাফিজুরের উপর। ও যেহেতু পেস বোলার তাই আমরা চাইবো সুস্থ্য হওয়ার পর ও কিছু রিহ্যাব করুক।’

ক্রিকেটে মোস্তাফিজের সবচেয়ে প্রিয় সংস্করণই টি-টুয়েন্টি। কিন্তু টানা দ্বিতীয়বার বিপিএল টি-টুয়েন্টি মিস করছেন তিনি। তবে হতাশ হয়ে পড়েননি। মানসিকভাবেই শক্ত আছেন তিনি। খেলতে না পারায় খারাপ লাগলেও বিষয়টি খেলোয়াড় সুলভ মানসিকতায় নিয়েছেন বলেই জানান দেবাশীষ।

দৈনিকদেশজনতা/ আই সি

প্রকাশ :অক্টোবর ২৬, ২০১৭ ৫:০৫ অপরাহ্ণ