১৯শে জানুয়ারি, ২০২৫ ইং | ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | বিকাল ৩:০০

আগামী নির্বাচন হবে চ্যালেঞ্জিং : ড. আব্দুর রাজ্জাক

নিজস্ব প্রতিবেদক:

আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ড. আব্দুর রাজ্জাক জানিয়েছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাদের সতর্ক করে দিয়ে বলেছেন, আগামী নির্বাচন চ্যালেঞ্জিং হবে। বিএনপি নির্বাচনে আসবে এমনটা ধরে নিয়েই এই চ্যালেঞ্জের কথা বলা হচ্ছে। এজন্য দলের সব কোন্দল মিটিয়ে জনগণের কাছে যাওয়ার তাগিদ দিয়েছেন আওয়ামী লীগের সভাপতি। বুধবার রাতে বেসরকারি টেলিভিশন সময় টিভির এক টক শো-তে তিনি এই কথা বলেন।

ড. আব্দুর রাজ্জাক বলেন, ‘আমরা নির্বাচন কমিশনের সঙ্গে সংলাপের পর প্রধানমন্ত্রী শেখ  হাসিনার সঙ্গে বৈঠক করেছি। সেখানে তিনি আমাদের বলেছেন আগামী নির্বাচন খুবই চ্যালেঞ্জিং হবে, কারণ বিএনপি নির্বাচনে আসবে। আমাদের মানুষের কাছে যেতে  হবে। উন্নয়ন করলেই হবে না, এ উন্নয়নের চিত্র মানুষের কাছে পৌঁছাতে হবে। আমাদের অনেক ভুল ভ্রান্তি রয়েছে, অনেক দুর্বল দিক রয়েছে, সেগুলো বলতে হবে।’

প্রধানমন্ত্রীর উদ্ধৃত্তি দিয়ে রাজ্জাক বলেন, ‘নেতাকর্মীদের অনেক অনেক প্রত্যাশা রয়েছে। আশা-আকাঙ্ক্ষা রয়েছে, যা আমরা পূরণ করতে পারিনি। অন্তঃকোন্দল রয়েছে, দ্বন্দ্ব রয়েছে। এ দ্বন্দ্বগুলো কমিয়ে নিয়ে আনতে হবে। জাতির স্বার্থে দেশের স্বার্থে মানুষকে বোঝাতে হবে।’ রাজ্জাক বলেন, ‘বার বার নেত্রী আমাদের স্মরণ করিয়েছেন এবারের নির্বাচন কিন্তু চ্যালেঞ্জিং হবে। এ নির্বাচনে বিএনপি অবশ্যই আসবে। বড় রাজনৈতিক দলগুলো আসবে। এখানে আমাদের জনগণের সমর্থন নিয়ে আসতে হবে। কাজেই তৃণমূলের যারা ভোটার তাদেরকে আমাদের বোঝাতে হবে।’

দৈনিকদেশজনতা/ আই সি

প্রকাশ :অক্টোবর ২৬, ২০১৭ ৪:১৭ অপরাহ্ণ