আন্তর্জাতিক ডেস্ক:
ভারতের সঙ্গে ৪০৯৬ কিলোমিটার দীর্ঘ সীমান্ত রয়েছে বাংলাদেশের। আর অাসামের সঙ্গে সীমান্ত রয়েছে ২৬৩ কিলোমিটার। ২০১৯ সালের মার্চ মাসের মধ্যে এর পুরোটাই সিল করার কথা ছিল। কিন্তু তার আগেই ওই সীমান্ত সিল করার কাজ সম্পন্ন করা হবে বলে ঠিক হয়েছে। ‘অবৈধ অনুপ্রবেশ সমস্য দ্রুত মেটানোর লক্ষ্যে’ এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বুধবার দিল্লিতে কেন্দ্রের স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং ও অাসামের মুখ্যমন্ত্রীর মধ্যকার বৈঠকেও এ নিয়ে আলোচনা হয়েছে।
অাসাম রাজ্য সরকারের এক কর্মকর্তা জানান সীমান্ত বরাবর বেশিরভাগ অঞ্চলেই কাঁটাতারের বেড়া লাগানো হয়েছে। কিন্তু করিমগঞ্জ-কাছাড় এবং মানকাচর-দক্ষিণ সালমারা’র মধ্যবর্তী এলাকা যথেষ্ট দুর্গম। এই অঞ্চলটি পাহাড়ি এলাকা ও এখানে গভীর খাদ রয়েছে এবং সেই কারণেই অন্য এলাকার চেয়ে এই নির্দিষ্ট অঞ্চলে কাঁটাতারের বেড়া দেওয়ার ক্ষেত্রে সময় বেশি লাগছে।
দৈনিকদেশজনতা/ আই সি